আজকাল ওয়েবডেস্ক: দিল্লি বিধানসভা নির্বাচনের আগে চাপে আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় তাঁর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালিয়ে যেতে পারবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। অনুমোদন দিল অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক। দিন কয়েক আগেই দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনা এ ব্যাপারে অনুমোদন দিয়েছিলেন। 

প্রসঙ্গত, আবগারি দুর্নীতি মামলায় ইডি ২০২৩ সালের ২ নভেম্বর প্রথম তলব করেছিল কেজরিকে। তিনি হাজিরা দেননি। এরপর ২১ ডিসেম্বর তলব করা হয়েছিল। কিন্তু কেজরি যাননি। তারপর ২২ ডিসেম্বর ফের তাঁকে নোটিস পায়িয়ে ৩ জানুয়ারি হাজিরা দেওয়ার কথা বলা হয়। কিন্তু তা এড়িয়ে যান তিনি। কেজরীকে ইডি গ্রেফতার করেছিল গত ২১ মার্চ। একই মামলায় সিবিআই তাঁকে ২৬ জুন নিজেদের হেফাজতে নেয়। আবগারি মামলায় গত জুলাইয়ে চার্জশিট আদালতে জমা দিয়েছিল ইডি। তাতে কেজরীওয়াল এবং আপকে অভিযুক্ত করা হয়েছিল। হাই কোর্টের দ্বারস্থ হন কেজরি। তাঁর আবেদন ছিল, জনপ্রতিনিধির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করার জন্য আগে থেকে সরকারের অনুমতি নিতে হয়, যা ইডি নেয়নি। গত বছর নভেম্বরে সুপ্রিম কোর্ট কেজরীওয়ালের মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছিল, কোনও জনপ্রতিনিধির বিরুদ্ধে রাজ্য সরকারের সম্মতি ছাড়া আর্থিক তছরুপ প্রতিরোধ আইনে বিচারপ্রক্রিয়া শুরু করা যায় না। এ বার সেই অনুমতি দিল স্বরাষ্ট্র মন্ত্রক।

বর্তমানে কেজরিওয়াল এবং উপমুখ্যমন্ত্রী মনীশ সিসৌদিয়া জামিনে বাইরে রয়েছেন। তাঁদের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন দু'জনেই। তোপ দেগেছেন বিজেপির দিকে। বুধবার মনোনয়ন পেশ করতে পারেন কেজরিওয়াল। রাজনৈতিক মহলের মতে, স্বরাষ্ট্র মন্ত্রকের এই অনুমোদন নির্বাচনের আগে বিরোধী দলগুলি এবং বিজেপির হাতে আপ এবং কেজরিওয়ালের বিরুদ্ধে নতুন অস্ত্র তুলে দেবে।