আজকাল ওয়েবডেস্ক: মে মাসের শেষে প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতি অসমের একাংশে। ধসে চাপা পড়ে কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। অসমের ছ'জেলায় ইতিমধ্যেই বন্যা পরিস্থিতি। যার জেরে ১০ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। 

 

প্রশাসনের তরফে জানানো হয়েছে, কামরূপ মেট্রোপলিটন জেলায় ধসের জেরে পাঁচজনের মৃত্যু হয়েছে। গত কয়েক ঘণ্টার অতি প্রবল বৃষ্টিতে কামরূপ, লখিমপুর, ধেমাজি, গোলাঘাটে বন্যা পরিস্থিতি রয়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকাজ।‌ রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ শুরু করেছে। জেলায় জেলায় খোলা হয়েছে অস্থায়ী শিবির। ১০ হাজারের বেশি বাসিন্দাকে অস্থায়ী শিবিরে সরিয়ে আনা হয়েছে। খাবারের আয়োজন করা হয়েছে ক্ষতিগ্রস্তদের জন্য। 

 

স্থানীয় আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, শনিবার চিরাং, বাকসা, বরপেতা, তামুলপুর, বাজালি, দারাং, উদলগুরিতে অতি প্রবল বৃষ্টির লাল সতর্কতা রয়েছে। পাশাপাশি বাকি জেলাগুলিতেও অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সঙ্গে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শনিবার অসমের একাধিক জেলায় সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা করা হয়েছে। শুক্রবার অতি ভারী বৃষ্টির জেরে গুয়াহাটি বিমানবন্দর থেকে বিমান পরিষেবা ব্যাহত হয়।