আজকাল ওয়েবডেস্ক: নীল সুটকেস, তার ভিতরে দেহ। খাস কলকাতায় দিন কয়েক আগেই নীল ট্রলির ভিতর থেকে উদ্ধার হয়েছে এক মহিলার দেহ। ঘটনার রহস্য উন্মোচিত হয়েছে ইতিমধ্যে। ফের নীল সুটকেসে উদ্ধার দেহ। তবে এবার কলকাতা নয়, ঘটনাস্থল হরিয়ানা। 


হরিয়ানার রোহতকে এক বড় সুটকেসের ভিতর থেকে উদ্ধার হয়েছে এক যুবতীর দেহ। জানা গিয়েছে সামপ্লা বাস স্ট্যান্ডে শুক্রবার ওই দেহ উদ্ধার হয়েছে। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছ তাঁর পরিচয়। তারপরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কংগ্রেসের দাবি, মৃতা দলের সক্রিয় কর্মী।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যুবতীকে খুন করে দেহ ফেলে দেওয়া হয়েছিল। যুবতীর হাতে মেহেন্দি, গলায় স্কার্ফ ছিল বলেও জানা গিয়েছে। কংগ্রেসের স্থানীয় বিধায়কের দাবি, ওই যুবতী কেবল কংগ্রেসের কর্মীই নন, এর আগেও প্রার্থীদের হয়ে ভোটে জোরকদমে প্রচার করেছেন তিনি, ভারত জোড়ো যাত্রার সময় হেঁটেছেন রাহুল গান্ধীর সঙ্গে।  

হরিয়ানা প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপিন্দর সিং হুডা এই ঘটনার তীব্র নিন্দা করেছেন, প্রশ্ন তুলেছেন রাজ্যের আইন-শৃঙ্খলা-নিরাপত্তা নিয়ে। উচ্চ পর্যায়ের তদন্তের দাবি করেছেন  হাত শিবিরের নেতারা।