আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি একটি ভাইরাল ভিডিও-কে কেন্দ্র করে আলোড়ন পড়ে গিয়েছে। এই ভিডিও ক্লিপে পাশবিক অত্যাচারের নির্মম দৃশ্য প্রকাশ্যে এসেছে। ঘটনাটি কর্নাটকের দাভানগেরে জেলার চান্নাগিরি তালুকের নাল্লুরের কাছে আস্তাপানাহাল্লি গ্রামের হাক্কি-পিক্কি উপজাতি সম্প্রদায়ের। চুরির অপরাধে এক যুবকের উপর যেভাবে সেখানে নির্যাতন চলেছে তা অকল্পনীয়।

চুরির অভিযোগ উঠেছে হাক্কি-পিক্কি উপজাতি সম্প্রদায়ের একটি যুবকের বিরুদ্ধে। তাঁকে ধরে ফেলেছে এলাকারই লোকজন। এঁরাও একই সম্প্রদায়ের। চুরি করার শাস্তি হিসাবে অভিযুক্ত ছেলেটিকে প্রথমে মারধর করা হয়। তারপর গেছে বেঁধে ফের আরেকপ্রশ্থ মারধর চলে। এরপর যা হল তা জানলে হাড়হিম হতে বাধ্য।

ব্যাপক মারধরের পর গাছের সঙ্গে বাঁধা ওই ছেলেটির গোপনাঙ্গে লাল পিঁপড়ে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ। যন্ত্রণার তখন ছটফট করছেন ওই যুবক। যা দেখে উল্লাস প্রকাশ করছেন সামনে দাঁড়িয়ে থাকা লোকজন। 

 

?ref_src=twsrc%5Etfw">April 7, 2025

যদিও ঘটনাটি কয়েকদিন আগে ঘটেছিল, তবে ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সম্প্রতি ব্যাপকভাবে প্রচারিত হওয়ার পরেই তা জনসাধারণের নজরে আসে। স্থানীয় প্রশাসনেরও ওই ভাইরাল ভিডিও-টি নজরে পড়েছে।

দাভানগেরের পুলিশ সুপার উমা প্রশান্ত চান্নাগিরি পুলিশকে গ্রাম পরিদর্শন, সম্পূর্ণ বিবরণ সংগ্রহ এবং একটি বিস্তৃত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি নিশ্চিত করেছেন যে, ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হচ্ছে।