আজকাল ওয়েবডেস্ক: প্রেমের সম্পর্কের ভয়ঙ্কর পরিণতি। প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক হওয়ায় ক্ষোভে ফুঁসছিলেন তরুণ। অবশেষে চরম পদক্ষেপ। প্রেমিকাকে খুন করে, নিজে আত্মহত্যা করলেন‌। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কনৌজ জেলায়। পুলিশ জানিয়েছে, সোমবার সুলতানপুর গ্রামে ঘটনাটি ঘটে। ভোর চারটে নাগাদ বাড়ির ছাদের ঘরে শুয়েছিলেন তরুণী। চুপিচুপি পাশের বাড়ির ছাদ টপকে সেই ছাদেই উঠে আসেন ২৩ বছরের তরুণ। প্রেমিকাকে পরপর গুলি করে, নিজেও গুলি করে আত্মহত্যা করেন। 

পুলিশ জানিয়েছে, মৃত তরুণের নাম, দেবাংশ যাদব। বাবার বন্দুক দিয়ে প্রেমিকাকে খুন করে, আত্মহত্যা করেন তরুণ। ছাদের ঘরে বোনের সঙ্গে শুয়েছিলেন ২১ বছরের তরুণী। বোনের সামনেই দিদিকে খুন করে পালিয়ে যান তরুণ। বাড়ির অদূরে একটি পুকুর পাড়ে গিয়ে গুলি করে আত্মহত্যা করেন। 

তদন্তে জানা গেছে, দেবাংশের বাবা প্রাক্তন সেনা আধিকারিক। দ্বাদশ শ্রেণির পর আর পড়াশোনা করেননি তিনি। বাবার সঙ্গে টুকটাক কাজ করেন। এদিকে তাঁর প্রাক্তন প্রেমিকা স্নাতকের ফাইনাল ইয়ারের ছাত্রী। তাঁদের প্রেমের সম্পর্কটি সম্প্রতি পরিবারে জানাজানি হয়েছে। তারপরেই শুরু হয় অশান্তি। 

তরুণীর পরিবার তাঁর অন্যত্র বিয়ের জন্য দেখাশোনা শুরু করে। অবশেষে পাশের একটি গ্রামের এক যুবকের সঙ্গে তাঁর বিয়ে ঠিক হয়। বাগদানের খবর পেয়ে প্রেমিকার হবু বরের কাছেও যান তরুণ। তাঁকে বিয়ে না করার জন্য জোরাজুরি করেন। এরপর আবারও দুই পরিবারের মধ্যে আলোচনা হয়। দেবাংশ সেদিন জানিয়েছেন, তরুণীর সঙ্গে আর কোনও যোগাযোগ রাখবেন না। অথচ সেদিনই ভোরবেলায় তাঁকে গুলি করেন।