আজকাল ওয়েবডেস্ক: স্ত্রীর সামনেই প্রেমিকার সঙ্গে যৌনতায় লিপ্ত হতেন যুবক। শুধু এই নয়, প্রেমিকাকে জোর করে আটকে রাখতেন বাড়িতে। মারধর করতেন স্ত্রীকেও। দিনের পর দিন যুবকের অত্যাচারে অতিষ্ঠ হয়ে চরম পদক্ষেপ করলেন তাঁর স্ত্রী ও প্রেমিকা। দু'জনে পরিকল্পনা করে খুন করলেন তাঁকে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ১১ জানুয়ারি উত্তরপ্রদেশের ইটাওয়া জেলায় ঘটনাটি ঘটেছে। সেদিন ঘর থেকে অগ্নিদগ্ধ অবস্থায় রাঘবেন্দ্র যাদব নামের এক যুবকের দেহ উদ্ধার করে পুলিশ। যা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। যুবক পেশায় ইঞ্জিনিয়ার ছিলেন। খুন না নিছক দুর্ঘটনা, তা ঘিরে তদন্ত শুরু করে পুলিশ। অন্যদিকে থানায় এফআইআর দায়ের করেন যুবকের ছেলে।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, যুবক বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত ছিলেন। স্ত্রীর সামনেই প্রেমিকার সঙ্গে যৌনতায় লিপ্ত হতেন। প্রেমিকার জন্য স্ত্রীকেও মারধর করতেন। অন্যদিকে ব্ল্যাকমেল করে প্রেমিকাকেও আটকে রাখতেন বাড়িতে। যুবকের অত্যাচার সহ্য করতে না পেরে, খুনের পরিকল্পনা করেন দু'জনে মিলে।
বাড়িতে যুবককে খুন করে, সেই ঘরে আগুন জ্বালিয়ে দেন তাঁরা। দাউদাউ আগুন দেখেই সকলে ছুটে আসেন। সেই ঘর থেকে যুবকের দেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তে পাঠায়। তাঁর ছেলের অভিযোগের ভিত্তিতে স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। খুনের পর পলাতক প্রেমিকা। তাঁর খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।
