আজকাল ওয়েবডেস্ক: রাশিয়ার নাগরিকদের জন্য বিনামূল্যে ৩০ দিনের বিনামূল্যের ই-ট্যুরিস্ট ভিসা এবং ৩০ দিনের গ্রুপ ট্যুরিস্ট ভিসা চালু করতে চলেছে ভারত। শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পরে যৌথ সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উভয় দেশের মধ্যে যাতায়াত বৃদ্ধি এবং কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যেই শুক্রবার প্রধানমন্ত্রীর এই ঘোষণা বলে মনে করা হচ্ছে।

প্রদানমন্ত্রী মোদি বলেছেন, "আমি খুশি যে আমরা শীঘ্রই রাশিয়ান নাগরিকদের জন্য ই-ট্যুরিস্ট ভিসা এবং গ্রুপ ট্যুরিস্ট ভিসা পরিষেবা চালু করব। এটা ৩০ দিনের মধ্যে প্রক্রিয়া করা হবে এবং সম্পূর্ণ বিনামূল্যে হবে।" 

দুই নেতা ভিশন ২০৩০ নথিও উন্মোচন করেছেন, যা অর্থনৈতিক সম্পৃক্ততা জোরদার এবং বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তিতে সহযোগিতা সম্প্রসারণের জন্য দীর্ঘমেয়াদী রোডম্যাপ। মোদি বলেছেন যে, চুক্তিটি "নতুন ব্যবসায়িক সুযোগ তৈরি করবে", কারণ উভয় পক্ষ ভারত-রাশিয়া ব্যবসায়িক ফোরামে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছে।

নরেন্দ্র মোদি বলেছেন, "অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার জন্য, আমরা একটি ভিশন ২০৩০ নথিতে স্বাক্ষর করেছি। আমি নিশ্চিত যে, এই প্ল্যাটফর্মটি আমাদের ব্যবসায়িক সম্পর্ককে শক্তিশালী করবে এবং সহ-উৎপাদন এবং সহ-উদ্ভাবনের জন্য নতুন পথ খুলে দেবে। উভয় দেশই ইউরেশিয়ান অর্থনৈতিক ইউনিয়নের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি বাস্তবায়নের জন্য নতুন পদক্ষেপ করছে।" 

প্রেসিডেন্ট পুতিন, রাশিয়ান প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী মোদি এবং ভারতের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি মোদির সঙ্গে তাঁর "ঘনিষ্ঠ কর্মসংস্থানমুখী সংলাপ" এবং দ্বিপাক্ষিক এজেন্ডার উপর তাঁদের অব্যাহত তদারকির কথা তুলে ধরেন।

পুতিন বলেন, "এসসিও শীর্ষ সম্মেলনের নৈশভোজে দেখা হতেই আমরা বিশেষ এবং সুবিধাজনক কৌশলগত অংশীদারিত্বের বিষয়ে কথা বলেছিলাম। সেই আলোচনা খুবই সহায়ক ছিল এবং আমরা ব্যক্তিগতভাবে রাশিয়া-ভারত সংলাপের তদারকি করেছি।"