আজকাল ওয়েবডেস্ক: দিনে কেবল খাবার ডেলিভারিদের জন্যই দরজা খোলেন। তাছাড়া কেউ কখনও গত কয়েকবছরে ওই ঘরের দরজা খুলতে দেখেননি। স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা ঘরের দরজায় উঁকি মেরে যা দেখলেন, তাতে হতবাক। ঘরের ভিতর থিকথিকে নোংরা, পুরু ধুলোর স্তর।
প্রায় তিনবছরে ওই ঘরের দরজা খোলেননি অনুপ। অনুপ কুমার নায়ার, প্রাক্তন প্রযুক্তিবিদ। জানা গিয়েছে বাবা-মা এবং ভাইয়ের মৃত্যুর পর থেকেই তিনি নিজেকে একপ্রকার সবকিছু থেকে বিচ্ছিন্ন করে নিয়েছিলেন। ২০২২ থেকে ২০২৫, সেভাবেই কাটাচ্ছেন জীবন।
সোশ্যাল অ্যান্ড ইভানজেলিকাল অ্যাসোসিয়েশন ফর লাভ (সিল)-এর সমাজকর্মীরা ৫৫ বছর বয়সী এই ব্যক্তির বাড়িতে পৌঁছে তাকে একেবারে এলোমেলো, বিপর্যস্ত অবস্থায় দেখতে পান। চুল কাঁধ অবধি, পায়ে ক্ষত, সেই ক্ষতয় বিষাক্ত পোকার সংক্রমণ।
স্থানীয়রা জানিয়েছেন, নায়ারের বাবা মা দু’ জনেই আত্মহত্যা করেছিলেন। মৃত্যু হয়েছে একমাত্র ভাইয়েরও। তারপর থেকেই নিজেকে সবকিছু থেকে আলাদা করে নিয়েছিলেন তিনি। ঘরের দরজাই খুলতেন না কখনও।
কেবল খাবার এলে নিয়ে নেতেন আধখোলা করেই। প্যাকেট পর্যন্ত ফেলে রাখতেন যেখানে খেতেন সেখানেই।
