আজকাল ওয়েবডেস্ক: কানপুরের চমনগঞ্জ এলাকার একটি পাঁচতলা ফ্ল্যাটে ভয়াবহ আগুনে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। রবিবার রাতে প্রেমনগর এলাকার এই ভবনে আগুন লাগে, যেখানে প্রথম ও দ্বিতীয় তলায় জুতো তৈরির কারখানা ছিল।

পুলিশ জানায়, মৃতরা হলেন মহম্মদ দানিশ (৪৫), তাঁর স্ত্রী নাজনীন সাবা (৪২) এবং তাঁদের তিন মেয়ে—সারা (১৫), সিমরা (১২) ও ইনায়া (৭)। আগুন লাগার পর দীর্ঘ সময় ধরে দমকল কর্মীরা উদ্ধার কাজ চালান এবং সোমবার ভোরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, ভবনের বেসমেন্টে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে, এবং গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পরিস্থিতি আরও জটিল হয়।

ঘটনাস্থলে দমকল বাহিনী ছাড়াও SDRF-এর দলও তৎপর ছিল। পাশের কয়েকটি ভবন থেকেও বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। ফ্ল্যাটের বৈধতা ও অগ্নি-নিরাপত্তা সংক্রান্ত বিষয়েও তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।