আজকাল ওয়েবডেস্ক: বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে মর্মান্তিক পরিণতি ২৬ বছর বয়সি এক তরুণী চিকিৎসকের। নদীর স্রোতে ভেসে, তলিয়ে মৃত্যু হল তাঁর। ঘটনার দু'দিন পর তাঁর দেহ উদ্ধার করেছে পুলিশ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে কর্ণাটকের কোপ্পাল জেলায়। মৃত তরুণীর নাম, অনন্যা মোহন রাও। তেলেঙ্গানার একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক ছিলেন তিনি। পুলিশ জানিয়েছে, বন্ধুদের সঙ্গে হাম্পিতে ঘুরতে এসেছিলেন অনন্যা। কোপ্পালের সানাপুর গ্রামের একটি হোমস্টে-তে ছিলেন তাঁরা।
গত মঙ্গলবার রাতে তুঙ্গভদ্রা নদীর তীরে বন্ধুদের সঙ্গে গিয়েছিলেন তরুণী চিকিৎসক। পাথরের উপর দাঁড়িয়ে সকলে মিলে ছবি তুলছিলেন। হঠাৎ খরস্রোতা নদীতে অনন্যাকে ঝাঁপ দিতে জোর করেন বন্ধুরা। তাঁদের অনুরোধে নদীতে ঝাঁপ দেন তিনি। মুহূর্তের মধ্যে ঘটে বিপত্তি। তলিয়ে যাচ্ছে টের পেতেই প্রাণপণে চিৎকার করে ওঠেন তিনি। এদিকে বন্ধুরা বাঁচানোর আগেই জলের স্রোতে ভেসে যান অনন্যা।
তরুণী চিকিৎসকের বন্ধুরা তড়িঘড়ি স্থানীয় বাসিন্দা এবং দমকলে খবর পাঠান। দু'দিন ধরে ড্রোন ক্যামেরা উড়িয়ে, স্থানীয় মৎস্যজীবী এবং ডুবুরিরা খোঁজ চালান। অবশেষে চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
