আজকাল ওয়েবডেস্ক: বাঘ ও মানুষের সহাবস্থান। গল্প মনে হলেও বাস্তব। এরকমই দেখতে পাওয়া গিয়েছে উত্তরপ্রদেশের পিলভিটে। সম্প্রতি ভারতীয় বন বিবাগের আধিকারিক পারভীন কাসওয়ান এক্স হ্যান্ডেলারে ৪২ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেছেন। য়া দেখলে হাড়-হিম হতে বাধ্য। ভিডিও-টির ক্যাপশনে লেখা রয়েছে, 'একজন কৃষক এবং একটি বাঘের মুখোমুখি।'

কী রয়েছে ওই ভিডিও-তে?
দেখা যাচ্ছে, কৃষককে তাঁর বাইকে বসে রয়েছেন। পাশে দাঁড়িয়ে আছেন আরও একজন। তখনও তাঁরা বুঝতে পারেননি যে, কয়েক কদম দূরে একটি বাঘ বড় বড় ঘাসের আড়ালে ঘাপটি মেরে লুকিয়ে আছে। এর পরের দৃশ্য ভয়ঙ্কর। দেকা যাচ্ছে যে, বাঘটি লম্বা ঘাসের জঙ্গল থেকে বেরিয়ে এসে ছুটতে ছুটতে দুই ওই ব্যক্তির দিকে এগিয়ে যাচ্ছে। কৃষক বিপদ বুঝতে পারে তাঁর মোটরসাইকেলটি অন্য দিকে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। বাঘ তাড়া করলেই বাইক নিয়ে পালানোর প্রস্তুতি সেরে রাখছেন তাঁরা। এর পর কী হল?

এরপর যা ঘটেছিল তা আশ্চর্যজনক! ওই ভিডিও-তে দেখা গেল যে, বাঘটি কিছুটা এগিয়ে থেমে গেল। এবং অলসভাবে শুয়ে পড়ল। বাঘের এমন কীর্তি দেখে ভয়ের মাঝেও বোধয় চমকে গিয়েছিলেন ওই দু'জন। বাঘ শিকার দেখে তাড়া করার পরিবর্তে শান্তভাবে স্থির হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। 

 

?ref_src=twsrc%5Etfw">February 3, 2025

ওই ভিডিও ক্লিপ ভাইরাল হয়ে গিয়েছে। বন্যা নেটিজেনদের মন্তব্য়ের। একজন মন্তব্য করেছেন, "ভাগ্যক্রমে এটা ভালোই হয়েছে। তবে প্রতিবার এমনটা হবে না।

 

?ref_src=twsrc%5Etfw">February 3, 2025

নির্দিষ্ট সীমানা মেনে এবং পর্যাপ্ত জীবিকা নির্বাহের সুযোগ করে দিয়ে সহাবস্থান সবচেয়ে ভাল কাজ।" আরেকজন লিখেছেন, "এত কাছে হলেও এত দূরে - মনে হচ্ছে বাঘটি কৃষকদের সঙ্গে পূর্বপরিচিত, অন্যথায় বাঘ আক্রমণ করত।"