আজকাল ওয়েবডেস্ক: স্কুলের মধ্যেই যৌন ও শারীরিক নির্যাতনের শিকার দ্বিতীয় শ্রেণির ছাত্রী। দুই পড়ুয়ার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ করেছে খোদ ছাত্রীই। এই ঘটনায় দুই ছাত্রের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ৩১ জানুয়ারি ঘটনাটি ঘটেছে কর্ণাটকের মান্ড্যতে। সেখানকার এক সরকারি স্কুলে শারীরিক নির্যাতনের শিকার হয় ছাত্রী। পরে ওই ছাত্রী মা'কে অভিযোগ জানায়, সেদিন স্কুলের বাথরুমে যৌন নির্যাতনের শিকার হয় সে। স্কুলের দুই পড়ুয়াকে তাকে টেনে হিঁচড়ে বাথরুমে নিয়ে যায়। এরপর জোর করে পোশাক খুলে দেয়। স্কেল দিয়ে তার গোপনাঙ্গে মারধর করে। বিষয়টি বাইরের কাউকে না জানানোর জন্য হুমকিও দেয়।
এরপরই থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতার মা। পুলিশ জানিয়েছে, দুই অভিযুক্তের মধ্যে একজন ছাত্রীর সহপাঠী এবং অন্যজন তার সিনিয়র। তাদের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। ছাত্রীর মেডিক্যাল টেস্ট করিয়েছে পুলিশ। গোপনাঙ্গে ক্ষতের চিহ্ন দেখতে পায়নি। অভিযোগের ভিত্তিতে তদন্ত জারি রেখেছে পুলিশ।
