আজকাল ওয়েবডেস্ক : ওমানে তেলের ট্যাঙ্কার ডুবে যাওয়ার ঘটনায় আটজন ভারতীয় নিরাপদে ফিরল দেশে। তাঁরা সকলেই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। ওমান কর্তৃপক্ষের সঙ্গে নৌসেনা যৌথভাবে তল্লাশি অভিযান চালায়। ১৭ জুলাই তেলের ট্যাঙ্কারটি ডুবে গিয়েছিল। তবে এক ভারতীয় এই ঘটনার জেরে মারা গিয়েছেন। তাঁর দেহ ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। বাকিদের খোঁজে চলছে তল্লাশি অভিযান।
প্রসঙ্গত, তেলের ট্যাঙ্কারটি উল্টে যাওয়ার পর ওমানের সমুদ্র নিরাপত্তা কেন্দ্র বা মেরিটাইম সিকিউরিটি সেন্টার এই খবর দিয়েছিল। দুকমের ওমানি বন্দরের কাছে রাস মাদারাকা থেকে ২৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে এই দুর্ঘটনাটি ঘটে। তেলের ট্যাঙ্ক ভর্তি জাহাজটি ইয়েমেনি বন্দরের দিকে যাচ্ছিল। ১১৭ মিটার দীর্ঘ ট্যাঙ্কারটি ২০০৭ সালে তৈরি হয়েছিল। ওমানের দক্ষিণ-পশ্চিমে দুকম বন্দর রয়েছে। সেখানেই রয়েছে তেলের একটি বড় শোধনাগার। এই তেলের ট্যাঙ্কারগুলিতে কাজ করেন বহু ভারতীয়। অন্য দেশ থেকেও এখানে মানুষ কাজ করতে আসেন। তবে এই ঘটনার জেরে তাঁদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে। বাকিদের খোঁজে চলছে তল্লাশি অভিযান।
প্রসঙ্গত, তেলের ট্যাঙ্কারটি উল্টে যাওয়ার পর ওমানের সমুদ্র নিরাপত্তা কেন্দ্র বা মেরিটাইম সিকিউরিটি সেন্টার এই খবর দিয়েছিল। দুকমের ওমানি বন্দরের কাছে রাস মাদারাকা থেকে ২৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে এই দুর্ঘটনাটি ঘটে। তেলের ট্যাঙ্ক ভর্তি জাহাজটি ইয়েমেনি বন্দরের দিকে যাচ্ছিল। ১১৭ মিটার দীর্ঘ ট্যাঙ্কারটি ২০০৭ সালে তৈরি হয়েছিল। ওমানের দক্ষিণ-পশ্চিমে দুকম বন্দর রয়েছে। সেখানেই রয়েছে তেলের একটি বড় শোধনাগার। এই তেলের ট্যাঙ্কারগুলিতে কাজ করেন বহু ভারতীয়। অন্য দেশ থেকেও এখানে মানুষ কাজ করতে আসেন। তবে এই ঘটনার জেরে তাঁদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে। বাকিদের খোঁজে চলছে তল্লাশি অভিযান।
