আজকাল ওয়েবডেস্ক: একের পর এক রুটিতে থুতু মাখিয়ে তারপর পরিবেশন করা হচ্ছে হোটেলে। খাওয়ার সময় কেউই তা টের পাননি। কিন্তু গা ঘিনঘিনে ভিডিও প্রকাশ্যে আসতেই সকলের মাথায় হাত। ভাইরাল ভিডিও দেখে ওই হোটেলের রাঁধুনির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল পুলিশ। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। লোধি চক পুলিশ স্টেশনের অন্তর্গত একটি হোটেলে ঘটনাটি ঘটেছে। ওই হোটেলে রুটি কিনতে গিয়েছিলেন এক ব্যক্তি। রুটিতে থুতু মেশানোর বিষয়টি তাঁর চোখে প্রথমে পড়ে। এরপর সেই ঘটনার ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি। 

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, কালো পোশাক পরিহিত এক যুবক দ্রুত গতিতে পরপর রুটি বানাচ্ছেন। পরিবেশের ঠিক আগেই রুটির উপর থুতু ফেলছেন। এই মুহূর্তটি দোকানের ঠিক সামনে দাঁড়িয়ে ক্যামেরাবন্দি করেন ওই ব্যক্তি। তারপর সমাজমাধ্যমে ছড়িয়ে দেন। ভিডিওটি ইতিমধ্যেই লক্ষাধিক মানুষ দেখেছেন। 

ভাইরাল ভিডিও দেখে শুক্রবার ২০ বছর বয়সি ইরফান নামের ওই হোটেলের রাঁধুনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বিজনোর জেলার বাসিন্দা। প্রসঙ্গত, এই ঘটনা উত্তরপ্রদেশে অতীতেও ঘটেছে। উত্তরপ্রদেশের আরও একাধিক রেস্তোরাঁয় খাবারে থুতু মেশানোর ভিডিও ভাইরাল হয়েছিল। যা রুখতে কড়া পদক্ষেপ করতে চলেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।