আজকাল ওয়েবডেস্কঃ বেঙ্গালুরুতে প্রকাশ্যে একদল পুরুষ এক তরুণীকে শ্লীলতাহানি করে। রবিবার বিকেল চারটের দিকে ঘটনাটি ঘটে৷ চেঁচামেচি হতে লোকজন জড়ো হয়ে যায়৷ অভিযুক্তদের এখনও গ্রেপ্তার করা যায়নি৷ তদন্ত জারি বলে পুলিশ সূত্রে খবর৷
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি দক্ষিণ বেঙ্গালুরুর। রেণুকা ইয়েল্লাম্মা লেআউট কেন্দ্রিক আনেকাল তালুকের মাইলাসান্দ্রার কাছে ঘটনাটি ঘটে। বেঙ্গালুরুর কেন্দ্রীয় ব্যবসায়িক এলাকা থেকে প্রায় ৩০-৪০ কিলোমিটার দূরে৷ ঘটনার দিন তরুণী মুদিখানায় কেনাকাটা করতে যাচ্ছিলেন। বানারঘাট্টা থানার কাছে ৪-৫ জন মাতাল পুরুষের একটি দলকে রাস্তায় মারামারি করতে দেখেন তিনি। তাদের পাশ কাটিয়ে যাওয়ার সময় তারা অশ্লীল মন্তব্য করতে শুরু করে। আচমকা তাঁকে স্পর্শ করার চেষ্টা করে এবং ঘিরে ফেলে। তাদের বাধা দিতে গেলে অভিযুক্তদের একজন তরুণীকে আঘাত করে। স্থানীয়রা ঘটনার প্রতিরোধ করতে এগিয়ে আসলে তাদের উপরও চড়াও হয়৷ কোনোক্রমে তরুণী ওখান থেকে পালিয়ে প্রাণে বাঁচে৷ এরপর অভিযুক্তরা তাঁর পিছু নেয়। তাঁর বাড়ি গিয়ে হুমকি দেয়।
সিসিটিভি ক্যামেরায় হামলা ও শ্লীলতাহানির দৃশ্য ধরা পড়েছে। বর্তমানে বানারঘাট্টা পুলিশ তদন্ত করছে। বেঙ্গালুরু গ্রামীণ পুলিশ সুপার নিশ্চিত করেছেন যে অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংবিধানের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ করা হচ্ছে৷
