আজকাল ওয়েবডেস্ক: মদ্যপ স্বামীর নানা অত্যাচারে অতিষ্ট ছিলেন স্ত্রী। শেষপর্যন্ত সেই মদের নেশায় বুঁদ স্বামী স্ত্রীর মাথায় ও মুখে অ্যাসিড ঢেলে দিলেন। গত ১৯ মে ভয়ঙ্কর এই কাণ্ড ঘটেছে উত্তর বেঙ্গালুরুর সিদেদাহাল্লির এনএমএইচ লেআউটে।
পুলিশ জানিয়েছে, পেশায় বিউটিশিয়ান আক্রন্ত ৪৪ বছর বয়সী মহিলা অভিযোগ করেন যে- গত ১৯ মে রাত নয়'টা নাগাদ স্বামী তাঁর কাছে মদ কেনার জন্য টাকা চেয়েছিলেন। যা দিতে তিনি অস্বীকার করেন। টাকা না পেয়ে স্বামী তাঁকে হয়রানি শুরু করেন। শেষে, বিরক্ত মহিলা স্বামীকে টাকা দিয়ে দেন।
কিছুক্ষণ পর মাতাল অবস্থায় বাড়িতে ফিরে আসেন মহিলার স্বামী। সেই সময় মদ্যপ ব্যক্তির মোবাইল ফোনে খুব জোড়ে গান চলছিল। তাই স্ত্রী মদ্যপ স্বামীকে মোবাইলের ভলিউম কমাতে বললেন। যা শুনেই চটে যান স্বামী। স্ত্রীর আর্জি সপাটে প্রত্যাখ্যান করেন।
ফলে দম্পতির মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। এরপরই ভয়ঙ্কর কাণ্ড ঘটান স্বামী। বাথরুম থেকে টয়লেট অ্যাসিড ক্লিনারের বোতল এনে নিজের স্ত্রীর মাথায় ও মুখে ঢেলে দেন ওই ব্যক্তি।
পুলিশ জানিয়েছে, অসহ্য যন্ত্রণায় মহিলা সাহায্যের জন্য চিৎকার করলে অভিযুক্ত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান। প্রতিবেশীরা জখম মহিলাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। এক পুলিশকর্তা বলেছেন, "আমরা মামলা দায়ের করেছি এবং অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।"
