আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় রেল বিশ্বের বৃহত্তম রেল নেটওয়ার্কগুলির মধ্যে অন্যতম। দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে রেল। প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী ট্রেনে ভ্রমণ করেন। শুধু তাই নয়, রেল এক জায়গা থেকে অন্য জায়গায় প্রয়োজনীয় পণ্য পরিবহনও করে। এটি দেশের লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের একটি গুরুত্বপূর্ণ উৎস। ডিজিটাল ইন্ডিয়া প্রচারের অংশ হিসাবে ভারতীয় রেল যাত্রীদের বিভিন্ন সুবিধা প্রদানের জন্য ডিজিটাল পরিষেবাগুলিকে এক জায়গায় নিয়ে এসেছে। এছাড়াও, যাত্রাপথে যাত্রীদের যাতে কোনও অসুবিধা না হয় তা নিশ্চিত করার জন্য বেশ কয়েকটি নিয়ম বাস্তবায়িত করা হয়েছে।

ট্রেনে ভ্রমণ করার সময় আপনি কি কখনও ভেবে দেখেছেন যে মাত্র এক লিটার ডিজেলে একটি ট্রেন কত কিলোমিটার চলতে পারে? যদিও, একটি ট্রেন কত মাইলেজ দেয় তা নির্ভর করে ট্রেনের সঙ্গে কতগুলি কোচ যুক্ত রয়েছে এবং ট্রেনটি কতটা ওজন বহন করছে তার উপর। ২৪ থেকে ২৫টি কোচবিশিষ্ট একটি ট্রেন এক কিলোমিটার যেতে প্রায় ৬ লিটার ডিজেল খরচ করে। অন্যদিকে, সুপারফাস্ট ট্রেনগুলি যাত্রীবাহী ট্রেনের তুলনায় কম ডিজেল খরচ করে।

যাত্রীবাহী ট্রেনে ব্যবহৃত ইঞ্জিন এক লিটার তেল খরচ করে ৫ থেকে ৬ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। ১২টি কোচ বিশিষ্ট একটি এক্সপ্রেস ট্রেনে এক কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে প্রায় সাড়ে চার লিটার ডিজেল খরচ করে। সুপারফাস্ট ট্রেনের যাত্রীরা এক লিটার ডিজেলে ২৩০ মিটার ভ্রমণ করতে পারেন। কিন্তু, যাত্রীবাহী ট্রেনগুলি এক লিটার ডিজেলে ১৮০ থেকে ২০০ মিটার দূরত্ব অতিক্রম করে।

উল্লেখযোগ্যভাবে, ভারতীয় রেল ডিজেল ইঞ্জিনের ব্যবহার কমিয়ে এনেছে। সমস্ত ডিজেল ইঞ্জিন নতুন বৈদ্যুতিক ইঞ্জিন দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে। কিন্তু, যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ পর্যাপ্ত নয় সেখানে এখনও ডিজেল ইঞ্জিন ব্যবহার করা হয়।