আজকাল ওয়েবডেস্ক : ডিজিটাল যুগে ক্রমশ পিছিয়ে পড়ছে এটিএম। একসময় যেখানে টাকা তোলার লাইন লেগে থাকত এখন সেখানে তেমন ভিড় নজরে আসে না। তাই দেশের বিভিন্ন ব্যাঙ্কগুলি এবার চিন্তাভাবনা করছে এটিএম নিয়ে। জানা গিয়েছে দেশের বিভিন্ন ব্যাঙ্কের যত এটিএম রয়েছে সেগুলি ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হবে।

 

পাশাপাশি এমন অনেক এটিএম রয়েছে যেগুলি বহুদিন ধরে ব্যবহার করা হয় না। সেখানে ভগ্নদশার সুযোগ নিচ্ছে দুষ্কৃতীরা। তারা সন্ধের পর সেখানে এসে নানা ধরণের অপকর্ম চালিয়ে যাচ্ছে। পাশাপাশি এটিএম চালু না থাকলেও ঘরের ভাড়া কিন্তু ব্যাঙ্ককেই বহন করতে হচ্ছে। এর পাশাপাশি বহু এটিএমে নিরাপত্তারক্ষী থাকে। সেখানে ব্যাঙ্কের বাড়তি খরচ হয়। এই সমস্ত দিক বিবেচনা করে ব্যাঙ্কগুলি এবার তাদের এটিএমের সংখ্যা কমাতে চাইছে।

 

বর্তমানে যেমন রাস্তার মোড়ে মোড়ে এটিএম থাকে তেমনটা আগামীদিনে আর থাকবে না। যেখানে ব্যাঙ্কের শাখা রয়েছে সেখানে এটিএম রাখার পাশাপাশি জনবহুল এলাকায় এটিএম রাখার কথা ভাবছে ব্যাঙ্কগুলি। দেশের অন্য এটিএমগুলি বন্ধ করে দিলে তা অনেকটাই খরচ বাঁচাবে ব্যাঙ্কের।

 

করোনাকালের পর থেকে মানুষ ডিজিটাল পেমেন্টে জোয়ার দেখেছে। সেই ধারা এখন আরও বেশি হয়েছে। তাই এটিএম নিয়ে এই সিদ্ধান্ত দ্রুত কার্যকর করতে চায় ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এবিষয়ে ব্যাঙ্কের এক কর্তা জানিয়েছেন, দেশের বিভিন্ন প্রান্তে বহু এটিএম রয়েছে। তবে সেখান থেকে মানুষ আগে যে হারে টাকা তুলতেন বর্তমানে তা অনেকটাই কমেছে। ফলে বাড়তি খরচ কমানোর দিকে নজর দিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।