আজকাল ওয়েবডেস্ক: প্রয়াগরাজের কুম্ভ মেলায় পবিত্র গঙ্গা স্নানের পর রাঁচির ত্বক বিশেষজ্ঞরা ব্যাপকভাবে ত্বক সংক্রান্ত সমস্যার মুখোমুখি হচ্ছেন। সম্প্রতি রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে, যাদের মধ্যে চর্মরোগ, তীব্র চুলকানি, লাল দাগ এবং ছত্রাক সংক্রমণের অভিযোগ উঠেছে।
লক্ষ্মী ক্লিনিকের ডার্মাটোলজিস্ট ডা. যশবন্ত লাল জানিয়েছেন, "কুম্ভ মেলা থেকে ফিরে আসা রোগীদের মধ্যে ছত্রাক সংক্রমণ এবং তীব্র চুলকানির সমস্যা প্রকট। স্নানের পর ভেজা কাপড়, অস্বাস্থ্যকর পরিবেশ এবং একই জলে সবার করা স্নানের ব্যবস্থার ফলে এই সংক্রমণ বাড়ছে।"
রোগী রঞ্জিত কুমার জানান, "কুম্ভ মেলা থেকে ফেরার পর থেকে তীব্র চুলকানি এবং লাল র্যাশে ভুগছি। ওষুধে দ্রুত ফল পাচ্ছি না।"
কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের (CPCB) রিপোর্টে প্রকাশ পেয়েছে, গঙ্গা এবং যমুনার জলে বিপজ্জনক মাত্রায় কলিফর্ম ব্যাকটেরিয়া রয়েছে, যা মানুষের জন্য স্নানের অযোগ্য।
বিশেষজ্ঞদের মতে, এই ধরনের দূষিত জলে স্নান করা ত্বকের সমস্যা সৃষ্টি করতে পারে। CPCB রিপোর্টে জানানো হয়েছে, গঙ্গায় কলিফর্ম ব্যাকটেরিয়ার পরিমাণ স্বাভাবিকের তুলনায় ১৪০০ গুণ এবং যমুনায় ৬৬০ গুণ বেশি পাওয়া গেছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
