আজকাল ওয়েবডেস্ক: থিকথিক করছে ভিড়। সকলের মধ্যে রয়েছে উসখুসানি। কম বেশি সকলের হাতেই রয়েছে ছোট ছোট চায়ের কাপ। তাতে চা নেই। ওই কাপ একজন করে ধরছেন দেওয়ালের গায়ে। সেখানে বেরিয়ে আছে পাইপের কিছু অংশ। সেখান দিয়ে বেরোচ্ছে জল। চরণামৃত ভেবে তাই সানন্দে পান করছেন ভক্তরা। যাদের জোটেনি কাপ তারা হাতে করে নিচ্ছেন জল। তারপর মাথায় ঠেকিয়ে মুখে নিচ্ছেন। মুখে ফুটছে এক তৃপ্তির হাসি। ঘটনাটি ঘটেছে বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরে।
কিন্তু কীসের জল? জানা যাচ্ছে, এসির জল। সেই এসির জলকে চরণামৃত ভেবে পান করছেন লক্ষ লক্ষ ভক্ত। এই ভিডিও সম্প্রতি প্রকাশ্যে এসেছে। এক দর্শনার্থী এই ভিডিও করেছেন। তিনি জানিয়েছেন, শ্রীকৃষ্ণের পা ধোয়া জল ভেবে সকলে খাচ্ছেন, মানছেন না কোনও হাইজিন। কিন্তু এটা চরণামৃতই নয়। কিন্তু ভক্তদের সেসব শোনার বা দেখার বালাই নেই।
এই ভিডিওটি ইতিমধ্যেই প্রায় ৩.৮ মিলিয়ন ভিউ হয়েছে। ভিডিওটি পোস্ট করা হয়েছে এক্স হ্যান্ডেলে। প্রচুর পরিমাণে শেয়ার হওয়ার পাশাপাশি কমেন্টও পড়েছে প্রচুর। সেখানে বলা হচ্ছে, এসির জল ভেবে চরণামৃত কী করে কেউ খেতে পারে? কেউ বলছেন, এ দেশে শিক্ষার খুব অভাব। কারও ক্ষোভ কুসংস্কারাচ্ছন্ন দেশে এর চেয়ে বেশি কিছু হওয়া সম্ভব নয়।
অন্য একটি ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে এটি শেয়ার করা হয়। সেখানে বলা হচ্ছে, এসির দূষিত জল খেলে শরীরে বিপদ বাঁধতে পারে। হতে পারে ফাংগাস ইনফেকশন থেকে স্নায়ুপেশির সমস্যা পর্যন্ত।
