আজকাল ওয়েবডেস্ক: আহমেদাবাদে বিধ্বংসী বিমান দুর্ঘটনার দিনেই ট্রেন দুর্ঘটনা দিল্লিতে। দিল্লির হজরত নিজামুদ্দিন থেকে গাজিয়াবাদগামী প্যাসেঞ্জার ট্রেন দুর্ঘটনার কবলে পড়েছে।

দিল্লির হজরত নিজামুদ্দিন রেলওয়ে স্টেশন থেকে গাজিয়াবাদগামী একটি যাত্রীবাহী ট্রেনের (৬৪৪১৯) একটি বগি লাইনচ্যুত হয়েছে। শিবাজি ব্রিজ স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে, যেখানে যাত্রীবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। শিবাজি ব্রিজ স্টেশনের কাছে যাত্রীবাহী ট্রেনের চতুর্থ বগি লাইনচ্যুত হয়। উত্তর রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনায় কোনও হতাহতের খবর নেই।

উত্তর রেলওয়ের এক বিবৃতি অনুসারে, শিবাজি সেতুর কাছে ৬৪৪১৯ (NZM-GZB EMU) নম্বর ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। ত্রাণ ও উদ্ধার অভিযান চলছে।

বৃহস্পতিবার বিকেল ৪টে ১০মিনিটে, শিবাজি সেতুর কাছে ডাউন মেন লাইনে ট্রেনটি একটি বগি লাইনচ্যুত হয়। সৌভাগ্যবশত, কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। রেল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে মেরামতের কাজ শুরু করেছে। শীঘ্রই তা সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। যাত্রীদের ঘটনাস্থলে সহায়তা করা হচ্ছে এবং শীঘ্রই স্বাভাবিক ট্রেন চলাচল শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।