আজকাল ওয়েবডেস্ক : দিল্লির তিহার জেলের সহকারি সুপারিনটেনডেন্টকে দীপক শর্মাকে কে না চেনে ? সর্বদাই নিজেকে হাইলাইটে রাখতে তিনি ভালবাসেন। আর এবার ফের একবার নিজের ভুলেই ফের তিনি হাইলাইট হলেন। একটি জন্মদিনের অনুষ্ঠানে বন্দুক হাতে নিয়ে তিনি অভিনেতা সঞ্জয় দত্তের খলনায়ক সিনেমার নকল করলেন। জোর গলায় বললেন, খলনায়ক হু ম্যাঁয়।


ব্যাস, এতেই কেল্লাফতে। মুহূর্তে তাঁর সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। দিকে দিকে সমালোচনার সামনে পড়েন দীপক শর্মা। এই ঘটনাকে চূড়ান্ত দায়িত্বজ্ঞানহীন বলে প্রায় সকলেই মন্তব্য করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সেখানে নাকি বেশ কয়েক রাউন্ড গুলিও চলেছে। যদিও এই অভিযোগ নিয়ে কোনও মন্তব্য করেনি পুলিশ।


দীপক শর্মা সেদিক থেকে মিডিয়ার নজরে পড়ে যান যেদিন তিনি ২০০ কোটি জালিয়াতি মামলায় প্রধান অভিযুক্তকে সকলের সামনে এনেছিলেন। পুলিশে নিজের দায়িত্ব পালনের পাশাপাশি বরাবরই নিজেকে ফিট রাখেন দীপক শর্মা। ইনস্টাগ্রামে তাঁর চার লক্ষের বেশি ফলোয়ার রয়েছে। তবে ফের একবার সেই সামাজিক মাধ্যমের কল্যাণে তিনি লাইমলাইটে।