আজকাল ওয়েবডেস্ক: লোকসভা ভোট অতীত। এবার সামনে এগিয়ে যাওয়ার পালা। দিল্লির কংগ্রেস চিফ দেবেন্দ্র যাদব দলের কর্মীদের স্পষ্ট বার্তা দিলেন। তিনি জানিয়ে দিলেন, আগামী বিধানসভা নির্বাচনে রাজধানীতে আপের সঙ্গে কংগ্রেসের কোনও জোট হবে না। একলা চলার নীতি নিয়ে এখন থেকেই দলের প্রতিটি কর্মীকে চলার নির্দেশ দিলেন তিনি।
আপও দিল্লি বিধানসভা নির্বাচনে একলা চলার নীতির কথা ইতিমধ্যেই ঘোষণা করেছে। এদিন দেবেন্দ্র যাদব আরও বলেন, লোকসভা নির্বাচনে কংগ্রেসের ভোটের শতাংশের হার বেশ ভাল। তাই বিধানসভা নির্বাচনে জেলাস্তর থেকে সংগঠনকে আরও মজবুত করতে হবে। হাত শিবিরের উপর মানুষ যে আস্থা দেখিয়েছে তাঁকে আরও জোরদার করতে হবে।
দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপি এবং আপকে সরিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে মরিয়া হাত শিবির। ২০১৫ এবং ২০২০ বিধানসভা নির্বাচনে দিল্লিতে একটি আসনও পায়নি কংগ্রেস। তবে এবার সেই পরিস্থিত থেকে ঘুরে দাঁড়াতে চায় কংগ্রেস। এদিন আপ সরকারকে তীব্র কটাক্ষ করে দেবেন্দ্র যাদব বলেন, দিল্লিবাসী আপ সরকারের প্রতি বিরক্ত। যেভাবে দিল্লিতে প্রশাসন ব্যবস্থা ভেঙে পড়েছে তাতে পরিবর্তন হবেই। দলের শক্তি বাড়াতে অন্য দলের সমর্থকদের কংগ্রেসে যোগদান করার ডাকও দেন তিনি।
আপও দিল্লি বিধানসভা নির্বাচনে একলা চলার নীতির কথা ইতিমধ্যেই ঘোষণা করেছে। এদিন দেবেন্দ্র যাদব আরও বলেন, লোকসভা নির্বাচনে কংগ্রেসের ভোটের শতাংশের হার বেশ ভাল। তাই বিধানসভা নির্বাচনে জেলাস্তর থেকে সংগঠনকে আরও মজবুত করতে হবে। হাত শিবিরের উপর মানুষ যে আস্থা দেখিয়েছে তাঁকে আরও জোরদার করতে হবে।
দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপি এবং আপকে সরিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে মরিয়া হাত শিবির। ২০১৫ এবং ২০২০ বিধানসভা নির্বাচনে দিল্লিতে একটি আসনও পায়নি কংগ্রেস। তবে এবার সেই পরিস্থিত থেকে ঘুরে দাঁড়াতে চায় কংগ্রেস। এদিন আপ সরকারকে তীব্র কটাক্ষ করে দেবেন্দ্র যাদব বলেন, দিল্লিবাসী আপ সরকারের প্রতি বিরক্ত। যেভাবে দিল্লিতে প্রশাসন ব্যবস্থা ভেঙে পড়েছে তাতে পরিবর্তন হবেই। দলের শক্তি বাড়াতে অন্য দলের সমর্থকদের কংগ্রেসে যোগদান করার ডাকও দেন তিনি।
