আজকাল ওয়েবডেস্ক: কলকাতায় কর্তব্যরত তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় উত্তাল রাজ্য- দেশ। তার মাঝেই দেশের নানা প্রান্ত থেকে ধর্ষণ, নৃশংস হত্যার ঘটনা প্রকাশ্যে আসছে। বদলাপুরের দুই নার্সারি পড়ুয়াকে যৌন নির্যাতনের ঘটনায় যখন উত্তাল মহারাষ্ট্র, তখনই ১৫ বছরের এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে মহারাষ্ট্রে। একই সঙ্গে অভিযোগ, দেরাদুনে এক নাবালিকা বাসের মধ্যে গণধর্ষণের শিকার।
উত্তরাখণ্ডের দেরাদুনে ইন্টার স্টেট বাস টার্মিনালে এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ওঠে। রবিবার এই ঘটনায় পুলিশ জানিয়েছে, ইতিমধ্যে তদন্তে নেমে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেরাদুন এসএসপি অজয় সিং এদিন সংবাদ মাধ্যমের উদ্দেশে জানান, পকসো ধারায় প্যাটেল নগর পুলিশ স্টেশনে ইতিমধ্যে মামলা দায়ের হয়েছে। পুলিশ দোষীদের গ্রেপ্তার করেছে, তদন্তে নেমে আরও তথ্য জোগাড় করছে ধারাবাহিক ভাবে।
একই সঙ্গে তিনি সংবাদমাধ্যমের কাছে আর্জি জানিয়েছে, এই ঘটনায় নিশ্চিত না হয়ে কোনও তথ্য প্রকাশ না করার জন্য। ঘটনা প্রসঙ্গে পুলিশের তরফ থেকে বার্তা দেওয়ার পরেই নিশ্চিত হয়ে তা প্রকাশ করার কথা বলেছেন তিনি। অন্যথায় কী পরিমাণ হতে পারে, তাও এদিন বলেন।
উল্লেখ্য, কলকাতার কর্তব্যরত চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনাতেও পুলিশে পক্ষ থেকে বারবার ভুয়ো খবর এবং গুজব ছড়ানো থেকে বিরত থাকার আর্জি জানানো হয়েছে।
