আজকাল ওয়েবডেস্ক: পথ দুর্ঘটনায় একসঙ্গে প্রাণ গিয়েছে ছ' জনের। সাতজনের দলের একজনের প্রাণ বেঁচে গিয়েছে কোনওরকমে। ইনোভার সঙ্গে ট্রাকের ধাক্কার পর, প্রাথমিকভাবে যে ভিডিও ছড়িয়ে পড়েছিল, তাতে দেখা গিয়েছিল, কারও দেহ রয়েছে, নেই মুণ্ডু, কেউ বা পিষে গিয়েছেন গাড়ির ভিতরেই। দেশলাই বাক্সের মতো দুমড়ে-মুচড়ে গিয়েছে কিছুক্ষণ আগেই তীব্র গতিতে ছুটে আসা গাড়ি। দেরাদুনের ১২ নভেম্বর রাতের দুর্ঘটনায় শিউরে উঠেছিলেন সাধারণ মানুষ।

ওইদিনের ফের একটি ভিডিও সোশ্যালমিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। তবে ওই ভিডিওর উপরে লেখা বয়ান অনুযায়ী, যে সাতজন দুর্ঘটনার কবলে পড়েছিল, তাদের দেখা গিয়েছে। তারা উদ্দাম নৃত্য করছেন, কেউ অন্যের গ্লাসে ঢেলে দিচ্ছেন মদ। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, ওই ভিডিও দুর্ঘটনার কিছুক্ষণ আগের।

ইতিমধ্যেই ওই ছ’ জনের নাম জানা গিয়েছে। গাড়িতে ছিলেন বছর তেইশের কুণাল কুক্রেজা, নভ্যা গোয়েল, ২৪ বছরের অতুল আগরওয়াল, ঋষভ জৈন, ২০ বছর বয়সী কামাক্ষী এবং গুনীত, বয়স ১৯। প্রাণে বেঁচে গিয়েছেন ২৫ বছরের সিদ্ধেশ আগরওয়াল।  তিনি এখনও হাসপাতালে লড়াই করছেন মৃত্যুর সঙ্গে। 

জানা গিয়েছে, ওই ইনোভা গাড়িটি সুনীল আগরওয়ালের নামে রয়েছে। তিনি ধনতেরাসের সময় ওই গাড়িটি কিনেছিলেন, তেমনটাই তথ্য। অতুল সুনীল-পুত্র। দুর্ঘটনার সময় অতুলই গাড়ি চালাচ্ছিলেন বলেও জানা গিয়েছে। জানা গিয়েছে, রাতের পথে একটি বিএমডব্লিউ গাড়িকে ধাওয়া করে টপকে যাওয়ার লক্ষ্যে গাড়ির গতি তীব্র থেকে তীব্র করেছিলেন অতুল। তাতেই ঘটে বিপত্তি, যার পরিণতি ভয়াবহ। দ্রুত গতিতে চলা ইনোভা সাতজনকে নিয়ে ধাক্কা মারে ডাম্পারে, তারপরেই ধাক্কা ট্রাকের সঙ্গে।