আজকাল ওয়েবডেস্ক: বিয়ে হয়েছিল ২০২৩সালে। ঘুমন্ত অবস্থায় ২৪ বছরের তরুণীর সঙ্গে যে ভয়াবহ ঘটনা ঘটে গেল, শিউরে উঠছেন সাধারণ মানুষ। হরিয়ানার ফরিদাবাদের ঘটনা। জানা গিয়েছে, ঘটনাটি ঘটে এপ্রিল মাসে। তারপর থেকে ওই যুবতীর শ্বশুরবাড়ি বারবার দাবি করেছিল, আচমকাই খোঁজ নেই যুবতীর।
স্থানীয় সূত্রে খবর, ওই যুবতীর শ্বশুরবাড়ির বাইরে দশফুট গভীর গর্ত থেকে উদ্ধার হয় তাঁর দেহ। ২১জুন তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, জেরায় যুবতীর শ্বশুর স্বীকার করেছেন ধর্ষণ, খুনের কথা।
কিন্তু কেন এই নৃশংস ঘটনা? এখনও পর্যন্ত প্রাপ্ত তথ্য, বিয়ের পর থেকে বারবার ওই যুবতীকে যৌতুক-সহ নানা বিষয়ে হেনস্থা করা হয়েছে। সূত্রের খবর, জেরায় যুবতীর শ্বশুর স্বীকার করেছেন নৃশংস ঘটনার কথা।
পুলিশ সূত্রে খবর, যুবতীকে খুনের পরিকল্পনা সেরে ফেলা হয়েছিল ১৪ এপ্রিল। পরিকল্পনার অংশ হিসেবেই তাঁর শাশুড়িকে পাঠানো হয়েছিল উত্তরপ্রদেশে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে। ২১ এপ্রিল রাতে যুবতীর স্বামী নিজের বোন এবং স্ত্রীর খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেন। দুজনেই দুটি অন্য ঘরে ঘুমোতে যায়।
বেশি রাতে যুবতীর শ্বশুর ঘরে যায় খুনের পরিকল্পনায়। খুনের আগেই বউমাকে ধর্ষণ করে ব্যক্তি। তারপর ঠান্ডা মাথায় খুন করে বউমাকে এবং ছেলের সঙ্গে মিলে দেহ ছুঁড়ে ফেলে দেয় বাড়ির সামনের গর্তে। তারপরেই আবার থানায় যায়, বউমার নিখোঁজ ডায়েরি করতে। যুবতীর শ্বশুর, শাশুড়ি, স্বামী এবং ননদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।
