আজকাল ওয়েবডেস্ক: মানসিক ভারসাম্যহীন ১৩ বছর বয়সি এক বালিকাকে ধর্ষণের জেরে অভিযুক্তকে কড়া শাস্তির নির্দেশ দিল আদালত। মানসিক ভারসাম্যহীন বালিকাকে ধর্ষণে অভিযুক্ত যুবককে ২০ বছর কারাদণ্ডের নির্দেশ দেওয়া হল। এই সাজা আরও পাঁচবছর বাড়তে পারে। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ধর্ষণের ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। গত ৮ মার্চ বাড়ি থেকে আচমকা গায়েব হয়ে যায় ১৩ বছর বয়সি ওই বালিকা। এরপরই চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ওইদিন বিকেলে সতীশ রাজভর ওরফে ছোটুর সঙ্গে বালিকাকে দেখা গিয়েছে। সেই রাতেই থানায় অভিযোগ জানান নির্যাতিতার বাবা-মা। 

গ্রামে খুঁজতে খুঁজতে একটি মাঠ থেকে মানসিক ভারসাম্যহীন বালিকাকে উদ্ধার করে পুলিশ। বালিকার গা-ভর্তি নখের আঁচড়, দাঁতের কামড়ের দাগ ছিল। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মেডিক্যাল টেস্টের পর ধর্ষণের বিষয়টি জানতে পারে পুলিশ। পরিবারের অভিযোগের ভিত্তিতে ছোটুর বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করা হয়। সেদিনই গ্রেপ্তার করা হয় তাকে। 

সম্প্রতি আদালতে মামলার শুনানি শেষে যুবককে ২০ বছর কারাদণ্ডের নির্দেশ দেন বিচারপতি। পাশাপাশি ৫০ হাজার টাকার জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদি ৫০ হাজার টাকা জরিমানা সে দিতে না পারে, সেক্ষেত্রে আরও পাঁচবছর কারাদণ্ড দেওয়া হবে তাকে।