আজকাল ওয়েবডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩২৪ জন। কেন্দ্রের পরিসংখ্যান, দেশে এই মুহূর্তে করোনা আক্রান্ত ৬৮১৫ জন। দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে তিন জনের। যে হারে সংক্রমণ ছড়াচ্ছে রাজ্যে রাজ্যে, তাতে উদ্বেগ বাড়ছে। সাধারণের মনে প্রশ্ন ঘুরছে, আবার কি পরতে হবে মাস্ক? ফিরে আসছে পাঁচ বছর আগের ভয়াবহতা?
এক নজরে দেখা যাক, গত কয়েকদিনে কী হারে দেশে বাড়ছে সংক্রমণ-
২৬ মে যেখানে সংখ্যা ছিল ১০১০, সেখানে ৩০ মে সংখ্যা পৌঁছয় ২৭১০-এ। পরিসংখ্যান অনুযায়ী, ৩১ মে পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩,৩৯৫। একদিনেই নতুন করে সংক্রমিত হয়েছিলেন ৬৮৫জন। জুনের প্রথম দিনের আক্রান্ত ছিল প্রায় চার হাজার। ২ জুনের কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট আক্রান্তের সংখ্যা ছিল ৩৯৬১। মাঝের কয়েকদিনেও পাল্লা দিয়ে বেড়েছে সংক্রমণ। ৯ জুন কেন্দ্রেরে পরিসংখ্যান, দেশে মোট আক্রান্ত ছিলেন ৬৪৯১ জন। ২৪ ঘণ্টায় হুড়মুড়িয়ে বেড়েছে আক্রান্তের সংখ্যা। ১০ জুন, কেন্দ্রের পরিসংখ্যান, দেশে মোট করোনায় আক্রান্ত ৬৮১৫ জন।
নতুন ঢেউয়ের সংক্রমণের শীর্ষে সেই কেরল। কেন্দ্রের তথ্য, কেরলে মোট আক্রান্তের সংখ্যা ২০৫৩। দ্বিতীয় স্থানে গুজরাট, মোট আক্রান্ত সেখানে ১১০৯। দিল্লিতে মোট আক্রান্ত ৬৯১। মহারাষ্ট্রে সংক্রমিতের সংখ্যা ৬১৩। কর্ণাটকে মোট আক্রান্তের সংখ্যা ৫৫৯, তামিলনাডুতে ২০৭, উত্তরপ্রদেশে ২২৫। ২৪ ঘণ্টায় ঝাড়খণ্ড, কেরল এবং দিল্লিতে করোনায় মৃত্যু হয়েছে মোট তিনজনের।
