আজকাল ওয়েবডেস্ক: করোনার নতুন ঢেউ নিয়ে আশঙ্কা দেশে। গত কয়েকদিনে কয়েকগুণ বেড়েছে সংক্রমণ। সরকারের তথ্য, ১ জানুয়ারি, ২০২৫ থেকে সারা দেশে মোট ১৩,৬০৪ জন কোভিড আক্রান্ত হয়েছেন এবং এই সময়কালে করোনা আক্রান্ত হয়ে ১০৯ জনের মৃত্যু হয়েছে।
একই সঙ্গে তথ্য, করোনা আক্রান্ত হয়ে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের প্রায় সকলেই কোনও না কোনও গুরুতর ব্যাধিতে আক্রান্ত ছিলেন। যেমন- ফুসফুসের ক্যান্সার, কিডনি সমস্যা, লিউকেমিয়া লিভারের সিরোসিস-সহ বিভিন্ন অসুস্থতায় আক্রান্ত ছিলেন অনেকেই। বিশেষজ্ঞরা করোনার এই নতুন ঢেউকে চিন্তার কারণ নয় বলেই মনে করছেন। তবে কেন্দ্র সরকার পরিস্থিতির দিকে নজর রাখছে একেবারে শুরু থেকেই।
মঙ্গলবার কেন্দ্রের রিপোর্ট, আক্রান্তের সংখ্যা কমেছে কিছুটা। দেশে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা ৬৮৩৬। ২৪ ঘণ্টায় নতুন করে কেউ আক্রান্ত হননি। উলটে গতকালের তুলনায় অ্যাকটিভ কেস কমেছে ৪২৮।
কেরলে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬৫৯। উত্তরপ্রদেশে মোট আক্রান্ত ২৭৮। মহারাষ্ট্রে মোট আক্রান্ত ৫১২। তামিলনাড়ুতে মোট আক্রান্ত ২২২ । রাজস্থানে সংক্রমিত ২৫১। দিল্লিতে সংক্রমিত ৫৫৫।
