আজকাল ওয়েবডেস্ক: ১৫ তারিখের রিপোর্টে কেন্দ্রের তরফে বলা হয়েছিল দেশে অ্যাকটিভ কেস ৭৩৮৩। সোমবার কেন্দ্রের রিপোর্ট, আক্রান্তের সংখ্যা কমেছে কিছুটা। দেশে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা ৭২৬৪। ২৪ ঘণ্টায় নতুন করে কেউ আক্রান্ত হননি। উলটে গতকালের তুলনায় অ্যাকটিভ কেস কমেছে ১১৯জন।

এক নজরে, দেশে কী হারে বাড়ল সংক্রমণ-


২৬ মে যেখানে সংখ্যা ছিল ১০১০, সেখানে ৩০ মে সংখ্যা পৌঁছয় ২৭১০-এ। পরিসংখ্যান অনুযায়ী, ৩১ মে পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩,৩৯৫। একদিনেই নতুন করে সংক্রমিত হয়েছিলেন ৬৮৫জন। জুনের প্রথম দিনের আক্রান্ত ছিল প্রায় চার হাজার। ২ জুনের কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট আক্রান্তের সংখ্যা  ছিল ৩৯৬১। মাঝের কয়েকদিনেও পাল্লা দিয়ে বেড়েছে সংক্রমণ। ৯ জুন কেন্দ্রেরে পরিসংখ্যান, দেশে মোট আক্রান্ত ছিলেন ৬৪৯১ জন। ২৪ ঘণ্টায় হুড়মুড়িয়ে বেড়েছে আক্রান্তের সংখ্যা। ১০ জুন, কেন্দ্রের পরিসংখ্যান, দেশে মোট করোনায় আক্রান্ত ৬৮১৫ জন। ১৫ জুন, কেন্দ্রের তথ্য মোট আক্রান্তের সংখ্যা ৭৩৮৩। কেন্দ্রের ১৬ জুনের রিপোর্ট অনুসারে, দেশে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা ৭২৬৪।


কেরলে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৯২০। একদিনে সর্বাধিক সংক্রমণ উত্তরপ্রদেশে। সে রাজ্যে মোট আক্রান্ত ২৭৫। ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৭। মহারাষ্ট্রে মোট আক্রান্ত ৫৪০। তামিলনাড়ুতে মোট আক্রান্ত ২২০। রাজস্থানে সংক্রমিত ২২২। একদিনে নতুন করে সে রাজ্যে আক্রান্ত হয়েছেন ৩০জন। দিল্লিতে সংক্রমিত ৬৪৯। 


একদিনে দেশে মৃত্যু ১১ করোনা আক্রান্তের। দিল্লিতে একজন,  কেরলে সাতজন, ছত্তিশগড়ে একজন, মধ্যপ্রদেশে একজন, মহারাষ্ট্রে একজন করোনা রোগীর মৃত্যু হয়েছে বলে রিপোর্ট কেন্দ্রের।