আজকাল ওয়েবডেস্ক: দিনে দিনে আতঙ্ক বাড়াচ্ছে করোনা সংক্রমণ। কেরল-গুজরাটে হাজার হাজার সংক্রমণ। দেশে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ৭৩৮৩। যদিও কেন্দ্রের তথ্য, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হননি কেউ। তবে ভয় ধরাচ্ছে মৃতের সংখ্যা। কেন্দ্রের তথ্য, ২৪ ঘণ্টায় দেশে মোট ১০জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।
এক নজরে, দেশে কী হারে বাড়ল সংক্রমণ-
২৬ মে যেখানে সংখ্যা ছিল ১০১০, সেখানে ৩০ মে সংখ্যা পৌঁছয় ২৭১০-এ। পরিসংখ্যান অনুযায়ী, ৩১ মে পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩,৩৯৫। একদিনেই নতুন করে সংক্রমিত হয়েছিলেন ৬৮৫জন। জুনের প্রথম দিনের আক্রান্ত ছিল প্রায় চার হাজার। ২ জুনের কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট আক্রান্তের সংখ্যা ছিল ৩৯৬১। মাঝের কয়েকদিনেও পাল্লা দিয়ে বেড়েছে সংক্রমণ। ৯ জুন কেন্দ্রেরে পরিসংখ্যান, দেশে মোট আক্রান্ত ছিলেন ৬৪৯১ জন। ২৪ ঘণ্টায় হুড়মুড়িয়ে বেড়েছে আক্রান্তের সংখ্যা। ১০ জুন, কেন্দ্রের পরিসংখ্যান, দেশে মোট করোনায় আক্রান্ত ৬৮১৫ জন। ১৫ জুন, কেন্দ্রের তথ্য মোট আক্রান্তের সংখ্যা ৭৩৮৩।
কেরলে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২০০৭। একদিনে সর্বাধিক সংক্রমণ কর্ণাটকে। সে রাজ্যে মোট আক্রান্ত ৫৭৩। ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৬। মহারাষ্ট্রে মোট আক্রান্ত ৫৭৮। তামিলনাড়ুতে মোট আক্রান্ত ২৪৩। রাজস্থানে সংক্রমিত ১৯২। দিল্লিতে সংক্রমিত ৬৮২।
একদিনে দেশে মৃত্যু ১০ করোনা আক্রান্তের। দিল্লিতে তিনজন, কেরলে পাঁচজন, মহারাষ্ট্রে দু’ জনের মৃত্যু হয়েছে ২৪ ঘণ্টায়।
