আজকাল ওয়েবডেস্ক: বিহারে বিষমদে মৃতের সংখ্যা আরও বাড়ল। দুই জেলা সিওয়ান ও সারণে নতুন করে আরও ১০ জন বিষমদে মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে হল ৩৫। তার মধ্যে সিওয়ানে মারা গেছেন ২৮ জন। আর সারণে ৭ জন।
রাজ্য পুলিশের ডিআইজি (সারণ রেঞ্জ) নীলেশ কুমার জানিয়েছেন, সিওয়ানের মাঘার এবং অরাইয়ায় ২৮ জন মারা গেছেন। আর সারণের মাসরাখ থানার অন্তর্গত ইব্রাহিমপুর এলাকায় সাত জন মারা গেছেন। দুই জেলার বাসিন্দাদেরই দাবি, বিষমদই প্রাণ কেড়েছে ৩৫ জনের। স্থানীয় সূত্রে জানা গেছে, দুই জেলায় আরও অন্তত ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের সিওয়ান, সারণ এবং পাটনার বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বৃহস্পতিবার রাজ্য পুলিশের ডিজি অলোক রাজ জানিয়েছিলেন, দু’টি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ঘটনাটির পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দিয়েছেন।
বিষমদে মৃত্যুর ঘটনায় বিরোধীরা নীতীশ কুমার সরকারকে দায়ী করেছে। আরজেডি নেতা তেজস্বী যাদব দাবি করেছেন, এটি গণহত্যা।
