আজকাল ওয়েবডেস্ক: বিয়ের নানা আচার-অনুষ্ঠানের ভিডিও, ছবি প্রায়ই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। কোনও ভিডিও মন ছুঁয়ে যায় অনেকের, কোনও ভিডিও দেখে সমালোচনায় সরব হন কেউ কেউ, আবার কোনও ভিডিও দেখে হেসে লুটোপুটি খান নেটিজেনরা। তেমনই এক বিয়ের ভিডিও সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে। 

রবিবার, বন্ধুত্ব দিবসে একটি মজার পোস্ট ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এক্স হ্যান্ডেলে বন্ধুত্ব দিবসে একটি বিশেষ পোস্ট করেছেন এক তরুণী।‌ সঙ্গে পোস্ট করেছিলেন তাঁর বিয়ের ছবি। সকলেই একনজরে দেখে ভেবেছিলেন, স্বামীই হয়তো তাঁর সবচেয়ে প্রিয় বন্ধু। কিন্তু প্রিয় বন্ধুকে বিয়ের আগে, কেমন ছিল তাঁদের সম্পর্ক? সেই কাহিনিই লিখেছেন ওই পোস্টে। যা পড়ে সকলেই হেসে লুটোপুটি খাচ্ছেন। 

সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি পোস্ট করে তরুণী লিখেছেন, কীভাবে স্কুলের শত্রু জীবনসঙ্গী হয়ে উঠলেন। তরুণী জানিয়েছেন, স্কুলে তাঁরা একে অপরকে একেবারেই পছন্দ করতেন না। সকলের সঙ্গে টিফিন ভাগ করে খেলেও, তাঁকে টিফিনের ভাগ কখনও দেননি। কিন্তু ভাগ্যের এমন পরিহাস, স্কুলের সেই শত্রুর সঙ্গেই ১৫ বছর পর ম্যাট্রিমনি সাইটে কথোপকথন শুরু হয় তাঁর। 

আরও পড়ুন: কাকুর সঙ্গে মাকে অশালীন অবস্থায় দেখে ফেলেছিল মেয়ে, বাবাকে জানিয়েওছিল, জানাজানি হতেই গোটা পরিবার শেষ

স্কুলের একটি পুরনো ছবি এবং বিয়ের ছবি পোস্ট করে তরুণী লিখেছেন, 'স্কুলে যে আমাকে সবচেয়ে অপছন্দ করত, তাঁর সঙ্গেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি। আমি সেই ধরনের মেয়ে ছিলাম, যে স্কুলে ছেলেদের সঙ্গে বন্ধুত্ব করতে চাইতাম না। একটি লাজুক ছেলে একবার আমার সঙ্গে টিফিন ভাগ করে নিতে এসেছিল। কিন্তু আমি তার পোকেমন টিফিন বাক্সটি ভেঙে ফেলেছিলাম। এমন অপ্রস্তুত হয়ে পড়েছিল, সেদিনের পর আর আমার সঙ্গে কথা বলেনি। ঠিক ১৫ বছর পর সেই লাজুক ছেলেকে আমি ম্যাট্রিমনি সাইটে দেখতে পাই। প্রথমবার আমায় মেসেজ করেছিল, 'তুমি কি আমায় নতুন টিফিন বাক্স কিনে দেবে?'। স্কুল জীবনে আমাদের বন্ধুত্ব হয়নি ঠিকই। কিন্তু আমাদের বিয়ে হয়ে গেল। বন্ধুত্ব দিবসের শুভেচ্ছা তোমায়।' 

?ref_src=twsrc%5Etfw">August 2, 2025

তরুণীর পোস্টটি হু হু করে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। মজার মজার কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। হাজার হাজার লাইক ও শেয়ার হয়েছে পোস্টটি‌। এক তরুণী লিখেছেন, 'এ যেন সিনেমার কাহিনি। বলিউড ছবিতে এমনটা দেখা যায়। আপনাদের দাম্পত্য জীবন সুখময় হোক।' একজন লিখেছেন, 'টিফিন বাক্স ভাঙলেও, আপনারা কেউ কারও মন আর ভাঙবেন না প্লিজ।' 

আবার এক যুবক লিখেছেন, 'ছোটবেলায় টিফিন ভাগ করেননি। কিন্তু এখন থেকে একে অপরের টিফিনের দায়িত্ব নেবেন। খুব রোমান্টিক প্রেমের কাহিনি।' এক তরুণী লিখেছেন, 'বিয়ের পর পোকেমন টিফিন বাক্স কি কিনে দিয়েছেন তাঁকে?' একজন আবার লিখেছেন, 'টিফিন বাক্স ভাঙা থেকে তাঁর পদবি নামের সঙ্গে জুড়ে যাওয়া, ভাগ্য কেউ বদলাতে পারে না।' 

পোস্টটি সকলের শুভেচ্ছা বার্তায় ভরে উঠেছে। কেউ কেউ আবার জানিয়েছেন, স্কুলের প্রিয় বন্ধুকেই জীবনসঙ্গী করেছেন। তবে স্কুল থেকেই ভাব ছিল। কিন্তু এই তরুণীর 'আড়ি-ভাব'-এর কাহিনি সকলকেই চমকে দিয়েছে। প্রেমের কাহিনি নিয়ে সিনেমা তৈরির রিকোয়েস্ট করেছেন অনেকে।