আজকাল ওয়েবডেস্ক: গাড়ি থেকে উদ্ধার হল কোটি কোটি টাকা। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের দুর্গ জেলায়। খবর পেয়ে নির্দিষ্ট নম্বরের একটি গাড়িতে তল্লাশি চালায় পুলিশ। এরপরই গাড়িটি থেকে ২ কোটি ৬৪ লক্ষ টাকা উদ্ধার হয়। ভিলাই পুলিশ এবং সাইবার ক্রাইম ইউনিটের একটি দল এই বিশেষ অভিযান চালায়। ঘটনার জেরে তিনজনকে আটক করেছে আয়কর বিভাগের কর্তারা। যে তিনজনকে আটক করা হয়েছে তাঁদের কাছ থেকে এই টাকা নিয়ে কোনও সদুত্তর মেলেনি। ছত্তিশগড়ে কেন এই টাকা নিয়ে আসা হল ? এর পিছনে কারা রয়েছে ? সেটাই এখন তদন্তকারীদের প্রধান বিষয়।
