আজকাল ওয়েবডেস্ক: কেন্দ্রীয় মন্ত্রিসভা সরকার পরিচালিত তেল বিপণন সংস্থাগুলোর জন্য ৩০,০০০ কোটি টাকার ভর্তুকি অনুমোদন করেছে। এই ভর্তুকির উদ্দেশ্য হল ঘরোয়া এলপিজি বিক্রিতে যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে দেওয়া। ভর্তুকি ১২ কিস্তিতে প্রদান করা হবে।
পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয় এই ক্ষতিপূরণ তিনটি তেল সংস্থার মধ্যে বিতরণ করবে—ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOCL), ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন (BPCL) এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন (HPCL)। এই সিদ্ধান্তের লক্ষ্য হল আন্তর্জাতিক এলপিজি মূল্যের পরিবর্তনের প্রভাবে ভোক্তাদের রক্ষা করা এবং সরকারি তেল সংস্থাগুলোর আর্থিক স্বাস্থ্য বজায় রাখা। মন্ত্রিসভার বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই ঘোষণা করেন। তিনি বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও তেল-গ্যাস খাতের অনিশ্চয়তার কথা মাথায় রেখেই এই সহায়তা প্রদান করা হচ্ছে। তিনি আরও বলেন, মধ্যবিত্তের জন্য এলপিজি গ্যাসকে সাশ্রয়ী রাখতে ৩০,০০০ কোটির ভর্তুকি অনুমোদন দেওয়া হয়েছে। বর্তমান রাজনীতিতে গ্যাসের দাম ওঠানামা করে, আর সেই পরিস্থিতি সামলাতে এই ভর্তুকি প্রদান করা হয়েছে।
আরও পড়ুন: ১২ বছর হাতে নেই রাখি, ভাই-বোনের এই গল্প শুনলে চোখে জল আসবে
এলপিজি সিলিন্ডার সরকার-নির্ধারিত দামে ভোক্তাদের কাছে বিক্রি হয়। ২০২৪-২৫ অর্থবছরে আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম বেশি ছিল। তবে সরকার সেই বাড়তি মূল্য সাধারণ মানুষের উপর চাপিয়ে দেয়নি। এর ফলে তিনটি সংস্থা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। তবুও তারা এলপিজি সিলিন্ডার সরবরাহ অব্যাহত রাখে।
এই ভর্তুকি কোম্পানিগুলিকে অপরিশোধিত তেল ও এলপিজি কেনা, ঋণ পরিশোধ এবং তাদের কার্যক্রমে বিনিয়োগ করতে সাহায্য করবে। একইসঙ্গে দেশের প্রতিটি প্রান্তে এলপিজি সরবরাহ অব্যাহত রাখার লক্ষ্যে সহায়তা করবে। এছাড়াও এটি সরকার পরিচালিত ‘প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা’র মতো বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রতিটি ঘরে এলপিজি পৌঁছে দেওয়ার লক্ষ্য পূরণেও সহায়তা করবে।

প্রসঙ্গত, রান্নার গ্যাসের দাম কয়েক মাস আগেই বেড়েছে ৫০ টাকা। ৮২৯ টাকা থেকে বেড়ে রান্নার গ্যাসের সিলিন্ডার এখন ৮৭৯ টাকা! সিলিন্ডার পিছু ৫০ টাকা করে দাম বেড়েছে উজ্জ্বলা প্রকল্পেও। উজ্জ্বলা প্রকল্পে রান্নার গ্যাসের দাম বেড়ে হচ্ছে ৫৫০ টাকা।
১৪.২-কেজি গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের হার অগাস্ট ২০২৪ থেকে এখনও পর্যন্ত অপরিবর্তিত ছিল। নতুন আর্থিক বছরে জনগণকে স্বস্তি দিতে ১ এপ্রিল তেল বিপণন সংস্থাগুলি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমিয়েছে। একটি ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৪১ টাকা কমানো হয়েছে। দিল্লিতে, সংশোধিত খুচরো বিক্রয় মূল্য এখন সিলিন্ডার প্রতি ১৭৬২ টাকা দাঁড়িয়েছে।
সম্প্রতি সংসদের সমাপ্তি অধিবেশনে সরকার জানায়, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা অধীনে ভর্তুকিযুক্ত এলপিজি পাওয়ার সুবিধাভোগীর সংখ্যা চলতি বছরের ১ মার্চ পর্যন্ত ১০.৩৩ কোটিতে পৌঁছেছে। যেখানে ভারতে মোট সক্রিয় গার্হস্থ্য এলপিজি গ্রাহকের সংখ্যা দাঁড়িয়েছে ৩২.৯৪ কোটি।
