আজকাল ওয়েবডেস্ক: কাজের সূত্রে দাদা থাকেন বাইরে। সেই সুযোগেই বৌদির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন দেওর। শুধু কী তাই! লুকিয়ে লুকিয়ে উদ্দাম যৌনতায় লিপ্ত হতেন দু'জনে। শেষমেশ যা হল, তাতেই মাথায় গোটা পরিবারের।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে বিহারে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে বাঁকা জেলার অমরপুর থানা এলাকায়। ওই এলাকারই এক যুবক তাঁর বৌদিকে নিয়ে সম্প্রতি পালিয়ে গেছেন। গত কয়েকদিন ধরেই তাঁদের খোঁজ পাওয়া যাচ্ছে না। দু'জনের প্রেমের সম্পর্কেও কথাও ফাঁস হয়েছে এরই মধ্যে। যা ঘিরে শোরগোল গোটা গ্রামেই।
জানা গেছে, ওই যুবকের দাদা গুজরাটে শ্রমিক হিসেবে কাজ করেন। প্রায়ই গ্রামে থাকেন না। সম্প্রতি বাড়িতে ফেরেন। সেই সময় তাঁর স্ত্রী ছিলেন বাপের বাড়িতে। সেখান থেকে স্ত্রীকে বাড়িতে আনার দায়িত্ব দিয়েছিলেন ভাইকে। বৌদিকে বাড়িতে আনার আদেশ পেয়েই আনন্দে লাফিয়ে ওঠেন দেওর। তড়িঘড়ি পৌঁছে যান বৌদির বাপের বাড়ি।
সেখানে পৌঁছে একরাত বৌদির বাড়িতেই ছিলেন দেওর। পরদিন শ্বশুরবাড়িতে ফেরার নাম করে যুবতী রওনা দেন। কিন্তু দু'জনেই আর কেউ বাড়ি ফেরেননি। সেদিনই দু'জনে পালিয়ে যান। ঘটনাটি জানাজানি হতেই যুবতীর ননদ থানায় নিখোঁজ ডায়েরি করেছেন। এমনকী দু'জনের বিবাহবহির্ভূত সম্পর্কের আশঙ্কাও প্রকাশ করেছেন।
গ্রামবাসীরা জানিয়েছেন, স্বামীর অবর্তমানে যুবতীকে সর্বক্ষণ দেওরের সঙ্গেই দেখা যেত। অনেকবার ঘনিষ্ঠ হতেও দেখেছেন অনেকে। শেষমেশ যে পালিয়ে যাবেন, তা কেউই ভাবতে পারেননি।
