আজকাল ওয়েবডেস্ক: ঠিক যেন বিখ্যাত টিভি সিরিজ ব্রেকিং ব্যাড। গ্রেটার নয়ডায় ভাঙা হল বিরাট এক মেথ ল্যাব। যেখানে বিপুল পরিমাণে উদ্ধার হয়েছে মেথামপেটাফিন। ধরা পড়েছেন এক কেমিস্টও। একেবারে যেন টিভি সিরিজ ব্রেকিং ব্যাডের ওয়াল্টার হোয়াইট এবং তাঁর সহকারী জেসি পিঙ্কম্যানের মত। জানা গিয়েছে, এই ল্যাবের সঙ্গে যুক্ত ছিলেন তিহাড় জেলের ওয়ার্ডেন এবং মুম্বইয়ের এক কেমিস্ট। অভিযানে প্রায় ৯৫ কেজি মেথামফেটামিন এবং অন্যান্য রাসায়নিক জব্দ করা হয়েছে।
জানা গিয়েছে, গোপন ল্যাবটি সিন্থেটিক ওষুধ তৈরি ও রপ্তানির উদ্দেশ্যে গড়ে তোলা হয়েছিল। এনসিবি এবং দিল্লি পুলিশের বিশেষ সেলের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। জানা গিয়েছে, অভিযানে মেক্সিকান ড্রাগ কার্টেলের সদস্যরাও জড়িত ছিল। অভিযানে কঠিন এবং তরল আকারে মেথামফেটামিন এবং উন্নত উৎপাদন যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে। দিল্লির একজন ব্যবসায়ীকেও গ্রেপ্তার করেছে পুলিশ। মুম্বাইয়ের একজন কেমিস্টকেও গ্রেপ্তার করা হয়, যিনি উৎপাদন প্রক্রিয়ার তদারকি করছিলেন।
২৭ অক্টোবর চার সন্দেহভাজনকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়। অভিযুক্তদের তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এনসিবির তরফে জানানো হয়েছে, এই একই কায়দায় দেশের একাধিক জায়গায় বেআইনি ল্যাব গড়ে তোলা হচ্ছে যেখানে তৈরি হচ্ছে ড্রাগ। গুজরাট, রাজস্থান ও মধ্যপ্রদেশে একই ধরনের ল্যাব ভাঙার ঘটনা ঘটেছে। উল্লেখ্য, অক্টোবরের শুরুতে, দিল্লি পুলিশের বিশেষ সেল দুটি বড় অভিযানে প্রায় ৭,৬০০ কোটি টাকার মাদক জব্দ করেছে। থাইল্যান্ড থেকে আসা কোকেন এবং মারিজুয়ানা উদ্ধার করা হয়েছে দুটি অভিযান মিলিয়ে। তার সঙ্গে বিদেশ যোগ মিলেছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।
