আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ রেলওয়ের বন্দে ভারত এক্সপ্রেসে শেষ মুহূর্তে টিকিট বুকিং সুবিধা চালু করল। দক্ষিণ রেলওয়ে জোনের অধীনে চলা আটটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে এখন থেকে যাত্রীরা ট্রেন ছাড়ার মাত্র ১৫ মিনিট আগে পর্যন্ত টিকিট বুকিং করতে পারবেন। ভারতীয় রেলের এই নতুন পদক্ষেপ যাত্রীদের জন্য ভ্রমণকে আরও সুবিধাজনক করবে এবং শেষ মুহূর্তের ভ্রমণকারীদের বিশেষভাবে উপকৃত করবে। একই সঙ্গে খালি আসনের অপচয়ও কমবে।


এই সুবিধা আপাতত দক্ষিণ ভারতের চার রাজ্যে চলা আটটি বন্দে ভারত এক্সপ্রেসে দেওয়া হয়েছে। সেগুলো হলো:
20631 মাঙ্গালুরু সেন্ট্রাল – তিরুবনন্তপুরম সেন্ট্রাল
20632 তিরুবনন্তপুরম সেন্ট্রাল – মাঙ্গালুরু সেন্ট্রাল
20627 চেন্নাই এগমোর – নাগেরকোইল
20628 নাগেরকোইল – চেন্নাই এগমোর
20642 কোয়েম্বাটুর – বেঙ্গালুরু
20646 মাঙ্গালুরু সেন্ট্রাল – মাডগাঁও
20671 মাদুরাই – বেঙ্গালুরু
20677 ড. এমজিআর চেন্নাই সেন্ট্রাল – বিজয়ওয়াড়া

আরও পড়ুন: পৃথিবীর প্রথম প্রোটিন মিলেছিল এখান থেকেই, গবেষকদের হাতে অবাক করা তথ্য


রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, নতুন সিস্টেম যাত্রীদের জন্য ভ্রমণকে আরও নমনীয় করবে। যারা হঠাৎ ভ্রমণের পরিকল্পনা করেন, তাদের জন্য এটি বিশেষভাবে সহায়ক হবে।


কীভাবে বুক করবেন:
যাত্রীরা চাইলে IRCTC ওয়েবসাইট বা IRCTC Rail Connect মোবাইল অ্যাপ ব্যবহার করে বুক করতে পারবেন। যাদের আগে থেকেই IRCTC লগইন আইডি রয়েছে, তারা সরাসরি সাইন ইন করতে পারবেন। নতুন ব্যবহারকারীদের আগে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এরপর যাত্রার তথ্য (স্টেশন, গন্তব্য, তারিখ ও নির্দিষ্ট বন্দে ভারত ট্রেন) দিতে হবে। সিস্টেম বিভিন্ন শ্রেণিতে আসনের প্রাপ্যতা দেখাবে। পছন্দমতো ক্লাস ও আসন বেছে নিয়ে ডিজিটাল পেমেন্ট সম্পন্ন করলে সঙ্গে সঙ্গেই ই-টিকিট তৈরি হবে এবং এসএমএস ও ইমেইলের মাধ্যমে পৌঁছে যাবে।


ভারতীয় রেলওয়ে আশা করছে, এই উদ্যোগের মাধ্যমে দক্ষিণ ভারতের গুরুত্বপূর্ণ শহরগুলির মধ্যে সংযোগ আরও শক্তিশালী হবে এবং বন্দে ভারত এক্সপ্রেসের ভ্রমণ অভিজ্ঞতা যাত্রীদের জন্য আরও সহজ ও আকর্ষণীয় হবে।


প্রসঙ্গত, ভারতীয় রেলওয়ে একটি রাউন্ড ট্রিপ স্কিম চালু করেছে, যার মাধ্যমে যাত্রীরা ট্রেনের টিকিটে সরাসরি ২০ শতাংশ ছাড় পাবেন। এই স্কিম কেবল তখনই প্রযোজ্য হবে যখন একই যাত্রীদলের জন্য যাওয়া ও ফেরার দু’টি টিকিট একসঙ্গে বুক করা হবে। নির্দিষ্ট তারিখের জন্য বুকিং ইতিমধ্যেই চালু হয়েছে। যাত্রীরা চাইলে নতুন চালু হওয়া RailOne অ্যাপ অথবা অফলাইন কাউন্টার থেকে এই অফারটি গ্রহণ করতে পারবেন।
স্কিম কেবল তখনই প্রযোজ্য হবে, যখন দু’টি যাত্রার বুকিং একই শর্তে করা হবে। অফলাইন কাউন্টার থেকেও একই সুবিধা পাওয়া যাবে। নির্দিষ্ট সময়সীমার বাইরে বুক করা টিকিটে কোনও ছাড় মিলবে না। তাই যদি আগে থেকে সমস্ত তথ্য আপনার জানা থাকে তাহলে সেখান থেকে আপনি সমস্ত কিছু নিজের মতো করে সাজিয়ে নিয়ে ঘর থেকে বের হতে পারবেন। এখানে নিজেই হয়ে উঠতে পারেন নিজের বিকল্প।