আজকাল ওয়েবডেস্ক: বাংলার সঙ্গে কেরলেও চলছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজ। বাড়িতে বাড়িতে যাচ্ছেন বিএলও-রা। রাজনৈতিক টানাপোড়েন থাকলেও গোটা প্রক্রিয়াটাই হচ্ছে নির্বিঘ্নে। এসবের মধ্যেই কেরলের কোট্টায়ামে ঘটে গেল অদ্ভূত ঘটনা। একটি বাড়িতে বিশেষ নিবিড় সংশোধন-এর ফর্ম দিতে গিয়ে পোষা কুকুরের আক্রমণের শিকার হলেন একজন বুথ লেভেল অফিসার (বিএলও)! একবার নয়, বেশ কয়েকবার বিএলও-এর মুখে কামড়ে দিয়েছে পোষ্যটি। মহিলা বিএলও-এর মুখে ও ঘাড়ে আঘাত লেগেছে।

উল্লেখ্য, যে ১২টি রাজ্যে এসআইআর হচ্ছে তার মধ্যে অন্যতম কেরল। আগামী বছর দক্ষিণী এই রাজ্যে ভোট হবে। আপাতত ভোটারদের মধ্যে ফর্ম বিতরণের কাজ। কোট্টায়াম নির্বাচনী এলাকায় নিযুক্ত ১৭১ জন বিএলও-এর মধ্যে একজন মহিলা। তিনি এসআইআর ফর্ম বিতরণের জন্য একটি বাড়িতে গিয়েছিলেন। অভিযোগ সেই সময়ে বাড়ির মালিক তাঁর পোষ্য কুকুরটিকে ওই মহিলা বিএলও-কে উদ্দেশ্য করে উস্কে দেন। পোষ্যটি ঝাঁপিয়ে পড়ে বিএলও-এর উপর। কামড়ে দেয় তাঁর মুখে।

ওই মহিলা বিএলও  সংবাদ সংস্থা এনআইএ-কে বলেছেন, "আমি পাক্কিলের কোট্টায়ামে এসআইআর ডিউটিতে ছিলাম। কর্তব্যরত অবস্থায়, আমাকে বেশ কয়েকবার একটি কুকুর কামড়েছে। আঘাতের কারণে ফর্ম বিতরণ করাই কঠিন হয়ে পড়ছে।"  

নির্বাচন কমিশনের যুক্তি, এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা "শুদ্ধিকরণ" করার চেষ্টা চলছে। বিহারে প্রথম ধাপের পর, দেশব্যাপী আরও ১২টিরাজ্যে এসআইআর প্রক্রিয়ার দ্বিতীয় ধাপের ঘোষণা করা হয়েছিল গত ২৭ অক্টোবর।

এসআইআর-এর সময়কালে (দ্বিতীয় ধাপে ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর), বিএলও-রা ভোটারদের বাড়িতে সর্বোচ্চ তিনবার পরিদর্শন করে তাদের ফর্ম বিতরণ, মেলানো এবং লিঙ্ক করতে পারবেন।

খসড়া ভোটার তালিকা ৯ ডিসেম্বর প্রকাশিত হবে, তারপরে ভোটারদের আপত্তি জানানোর জন্য একটি সময়সীমা থাকবে। চূড়ান্ত ভোটার তালিকা ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি প্রকাশিত হবে।