আজকাল ওয়েবডেস্ক: হাসপাতালে ভর্তি প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী। বুধবার গভীর রাতে দিল্লির এইমসে ভর্তি করানো হয়েছে তাঁকে। বার্ধক্যজনিত সমস্যার কারণে তাঁর চিকিৎসার প্রয়োজন দেখা দেয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ৯৬ বছর বয়সি প্রাক্তন উপপ্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
