আজকাল ওয়েবডেস্কঃ পাখা সারাই করতে এসেই প্রেম। তারপরেই বিয়ে। কিন্তু এই প্রেমের পরিনতি পাওয়া খুব একটা সহজ ছিল না, প্রেমিককে সম্পর্কে জড়াতে রীতিমতো  কাঠখড় পোড়াতে হয়েছিল প্রেমিকাকে। বিয়ের পরেই প্রেম শুরুর দিনের কথা সংবাদমাধ্যমের সামনে তুলে ধরলেন বিহারের ওই দম্পতি।
 
বাড়িতে পাখা খারাপ হয়ে গিয়েছিল। এক ব্যক্তিকে মহিলা নিজেই ফোন করে ডেকে নেন পাখা সারাইয়ের জন্য। এরপরেই তাঁদের প্রেমের জল গড়াতে শুরু করে।যদিও প্রেমিক প্রথমে সম্পর্কে আসতে রাজি ছিলেন না।তবে  কীভাবে তাঁকে রাজি করালেন প্রেমিকা?

 ভিডিওতে সেই গল্পই জানিয়েছেন দম্পতি। প্রথম দেখাতেই স্বামীর প্রেমে পড়েছিলেন স্ত্রী। তারপরই  প্রেমে কাতর হয়ে যান মহিলা। কোনও কাজেই যেন তাঁর মন বসে না। ওই ব্যক্তি মহিলার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াতে খুব একটা আগ্রহী ছিলেন না। প্রিয় মানুষের এক ঝলক দেখার জন্য মরিয়া হয়ে ওঠেন মহিলা। উপায় না পেয়ে নানা বাহানায় ওই ব্যক্তিকে বাড়িতে ডেকে নিতেন মহিলা। কখনও লাইট সারানোর নামে তো কখনও অন্য কোনও কারণে। এভাবেই শুরু হয় তাঁদের প্রেম। 

সম্প্রতি বিহারের দম্পতির এই ভিডিও সমাজমাধ্যেমে ভাইরাল হয়েছে। তাঁদের এই প্রেম নজর কেড়েছে নেটিজেনদের।