আজকাল ওয়েবডেস্ক: ভারতের একাধিক রাজ্যে বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করল ভারতের মৌসম ভবন। উত্তর ভারতের একাধিক রাজ্য, দেশের অন্যান্য রাজ্যেও ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। দিল্লি এবং মুম্বইয়ের মত শহরেও শনিবার ভারী বৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দেশের পশ্চিম উপকূলে, পশ্চিম হিমালয় অঞ্চল এবং মধ্যাঞ্চলের অনেক অংশে সক্রিয় থাকার ফলে এই অঞ্চলগুলিতে ভারী বৃষ্টি হয়েছে।


সতর্কতা জারি করা হয়েছে ওড়িশা, কর্ণাটক উপকূল, কেরালা, মাহে, মধ্য মহারাষ্ট্র, গুজরাট, সৌরাষ্ট্র, কচ্ছ, কোঙ্কন, গোয়া, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায়। ১৩-১৪ জুলাইয়ের মধ্যে এই অঞ্চলগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ পাশাপাশি, বিহার, ঝাড়খণ্ড, উত্তর প্রদেশ, জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, হরিয়ানা-চণ্ডীগড়-দিল্লি, পূর্ব রাজস্থানেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছে দিল্লির জনজীবন। নয়ডা এবং ফরিদাবাদেও প্রবল বর্ষণ হয়েছে শনিবার।