আজকাল ওয়েবডেস্ক: ইন্দোরের পিথমপুরে একটি ব্যক্তিগত কারখানায় ভোপাল গ্যাস বিপর্যয়ের বিষাক্ত বর্জ্য ৭২ দিনের মধ্যে প্রতি ঘন্টায় ২৭০ কেজি গতিতে দাহ করা হবে, বৃহস্পতিবার ২৭ মার্চ মধ্যপ্রদেশ হাইকোর্টের সামনে রাজ্য সরকার একটি স্ট্যাটাস রিপোর্ট পেশ করেছে। বিচারপতি সুরেশ কুমার কৈত এবং বিচারপতি বিবেক জৈনের বেঞ্চের সামনে এই রিপোর্ট পেশ করা হয়।
সরকার আদালতকে জানিয়েছে যে, আদালতের আদেশ অনুসারে মহড়া সম্পন্ন হয়েছে এবং কোনো সমস্যা হয়নি। জানুয়ারি মাসে ভোপাল থেকে প্রায় ২৩০ কিলোমিটার দূরে ইন্দোরের কাছে পিথমপুরে এই বিষাক্ত বর্জ্য সরিয়ে আনা হয়েছিল। চারটি ধাপে ট্রায়াল সম্পন্ন হয়েছে।
১৯৮৪ সালের ২-৩ ডিসেম্বরের রাতে মিথাইল আইসোসায়ানেট গ্যাস লিক হওয়ার ফলে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছিল এবং অনেকেই আহত হয়েছিল। এর পর থেকেই কারখানায় এই বর্জ্য পড়ে ছিল।
এদিকে, ভোপাল গ্যাস দুর্ঘটনা থেকে বেঁচে থাকা মানুষের অধিকার নিয়ে কাজ করা এনজিওগুলি আদালতের কাছে তাঁদের বক্তব্য শোনার জন্য অনুরোধ করেছে। "আমরা আদালতের কাছে অনুরোধ করেছি যে ৩০০ মেট্রিক টন বর্জ্য দাহ করার পর ৯০০ মেট্রিক টনে পরিণত হবে এবং তার পরের অবশিষ্টাংশ ল্যান্ডফিলে ফেলে রাখা হলে আরও দূষণ সৃষ্টি হবে," বলেছেন রচনা ধিংরা, ভোপাল গ্রুপ ফর ইনফরমেশন অ্যান্ড অ্যাকশনের প্রধান কর্মী।
আদালত আগামী ৩০ জুন পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করে
