আজকাল ওয়েবডেস্ক: স্বপ্নের আকার কত রকম। কত ধরনের। কেউ ছোট থেকে আজন্ম লালন করেন কোনও কোনও স্বপ্নকে। আঁকড়ে ধরে বড় হন, স্বপ্ন পূরণের স্বপ্ন দেখেন। কেউ স্বপ্ন দেখেন বড় হয়ে। কেউ বড় হওয়ার স্বপ্ন দেখেন, কেউ বড় হয়ে স্বপ্ন দেখেন। এখন ঝাঁ-চকচকে জীবন, অতি ব্যস্ততার জীবন। এই সময়ে নিজের ছোটবেলার স্বপ্ন পূরণ করলেন তরুণী। আর তাতে একপ্রকার মুগ্ধ নেটপাড়া।

রচনা মহাদিমানে। নিজের জন্মদিনে নিজেকে যা উপহার দিয়েছেন, তারপর থমকে দাঁড়িয়ে নিজেকে চিমটি কেটে দেখে নিচ্ছেন, তিনি কি এখনও স্বপ্নে? নাকি বাস্তবে বাঁচছেন! 

কারণ কী? রচনা জন্মদিনে নিজেকে উপহার দিয়েছেন একটি গাড়ি। কোন গাড়ি? কোন মডেল? কেনই বা এত উচ্ছ্বাস? রচনা জন্মদিনে কিনেছেন, তাঁর ছোটবেলার স্বপ্নের গাড়ি ক্ল্যাসিক ভিনটেজ প্রিমিয়ার পদ্মিনী। 

এর থেকে ভাল আর কী হতে পারে? স্বপ্নপূরণের ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়ে প্রশ্ন করেছেন তিনি। তিনি জানিয়েছেন, সেই ছোটবেলা থেকেই এই গাড়ির প্রতি তাঁর  প্রবল আকর্ষণ। তিনি এই গাড়ি যতবার দেখেছেন, ততবার ভেবেছেন একদিন এই গাড়ি তাঁর হবে। বারবার খাতায় ছবি এঁকেছেন, রঙ করেছেন। অনেকেই তাঁর এই স্বপ্নপূরণের প্রশংসা করেছেন। কেউ কেউ মনে করেছেন ছোটবেলার কথা।

ইতালির সংস্থা ফিয়াটের লাইসেন্সের প্রিমিয়ার অটোমোবাইলস লিমিটেড তৈরি করেছিল প্রিমিয়ার পদ্মিনী। এটি মূলত ফিয়াট ১১০০ সিরিজের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। ১৯৬৪ থেকে শুরু হয় এই মডেলের যাত্রা। পরবর্তীতে এর নাম হয় প্রিমিয়ার পদ্মিনী। এই গাড়ির ডিজাইন অর্থাৎ নকশা, বরাবর প্রশংসা কুড়িয়েছে। কিন্তু সময়ের সঙ্গে পাল্লা দিয়ে, নতুন নতুন গাড়ির জমানায়, ২০০০ সাল থেকে বন্ধ হয়ে যায় পদ্মিনীর পথ চলা।