আজকাল ওয়েবডেস্ক: অটোতে ওঠার সময়েই খেয়াল করেছিলেন, যাত্রীর জামায় রক্তের দাগ লেগে রয়েছে। তখনও সন্দেহ হয়নি অটো চালকের। কিন্তু ফোনে ফিসফিস করে কথা বলার সময় খানিকটা শুনে ফেলেছিলেন। তাতেই ঘটল বিপত্তি। যাত্রীকে না জানিয়েই চুপিসারে সোজা থানায় গেলেন চালক। বিষয়টি জানাতেই গ্রেপ্তার অটোর যাত্রী ওই যুবক।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুতে। অটো চালক আব্দুল মালিক জানিয়েছেন, সোমবার রাতে ওই যুবক তাঁর মাকে নিয়ে অটোয় উঠেছিলেন। তখনই যুবকের জামায় রক্তের দাগ তাঁর চোখে পড়ে। কিছুক্ষণ পর যুবক তাঁর ভাইকে ফোন করে নানা কথা বলছিলেন। তখনই শুনতে পান যুবক তাঁর বাবাকে খুন করেছেন।
অটো চালক জানান, ওই যুবক ভাইকে বলেন, তিনি বাবাকে খুন করেছেন। মাকে নিয়ে আইনজীবীর কাছে যাচ্ছেন। বিষয়টি শুনতে পেয়েই চুপিসারে থানায় চলে যান আব্দুল। পুলিশকে জানান, এই যুবক কাউকে খুন করেছেন। তখনই শুরু হয় জেরা। জিজ্ঞাসাবাদের সময় বাবাকে খুনের ঘটনাটি স্বীকার করে নেন ওই যুবক।
পুলিশ জানিয়েছে, যুবক কোনও কাজ করতেন না। আর্থিক অনটনে বাবার সঙ্গে প্রায়ই ঝামেলা হত। সোমবার রাগের মাথায় বাবাকে কুপিয়ে খুন করেন। বিষয়টি লুকিয়ে যেতে আইনজীবীর কাছে যাচ্ছিলেন। পথেই ভাইকে জানান বিষয়টি। অটো চালক শুনেই হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশকে জানায়। যুবককে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
