আজকাল ওয়েবডেস্ক: লোকসভা নির্বাচনের আগে ফের চমক।উত্তরাখণ্ডের পথে এবার অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার পথে অসমও। সোমবার এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। হিমন্তর ইঙ্গিত চলতি বাজেট অধিবেশনেই অভিন্ন দেওয়ানি বিধি বিল কার্যকর করা হতে পারে।
হিমন্ত বিশ্বশর্মা বলেন, শুধু বহুবিবাহ বিরোধী প্রস্তাব নয়, একই সঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি বিল নিয়েও কাজ চলছে। তিনি আরও বলেন, আমরা বহুবিবাহ বিল আনার প্রক্রিয়া আগেই শুরু করেছি। এর মধ্যেই উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি আইন পাশ হয়েছে। সেই খসড়া নিয়েও আমরা কাজ করছি। এবিষয়ে বিশেষজ্ঞ কমিটি তৈরি হয়েছে। একসঙ্গে দুটি আইন নিয়েই কাজ চলছে। এই দুটি আইন কার্যকরী হলে অসমবাসীর অনেক সুবিধা হবে।
গত বুধবারই দেশের প্রথম রাজ্য হিসাবে অভিন্ন দেওয়ানি বিধি বিল পাশ হয়েছে উত্তরাখণ্ড বিধানসভায়। একে একে সমস্ত বিজেপিশাসিত রাজ্যেই তা পেশ করা হবে বলে শোনা যাচ্ছে। রাজনৈতিক মহলের মতে, লোকসভার আগে ঘুরপথে নিজেদের ইস্তাহারে থাকা আরও একটি প্রতিশ্রুতি বাস্তবায়িত করে ফেলছে বিজেপি শিবির।
হিমন্ত বিশ্বশর্মা বলেন, শুধু বহুবিবাহ বিরোধী প্রস্তাব নয়, একই সঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি বিল নিয়েও কাজ চলছে। তিনি আরও বলেন, আমরা বহুবিবাহ বিল আনার প্রক্রিয়া আগেই শুরু করেছি। এর মধ্যেই উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি আইন পাশ হয়েছে। সেই খসড়া নিয়েও আমরা কাজ করছি। এবিষয়ে বিশেষজ্ঞ কমিটি তৈরি হয়েছে। একসঙ্গে দুটি আইন নিয়েই কাজ চলছে। এই দুটি আইন কার্যকরী হলে অসমবাসীর অনেক সুবিধা হবে।
গত বুধবারই দেশের প্রথম রাজ্য হিসাবে অভিন্ন দেওয়ানি বিধি বিল পাশ হয়েছে উত্তরাখণ্ড বিধানসভায়। একে একে সমস্ত বিজেপিশাসিত রাজ্যেই তা পেশ করা হবে বলে শোনা যাচ্ছে। রাজনৈতিক মহলের মতে, লোকসভার আগে ঘুরপথে নিজেদের ইস্তাহারে থাকা আরও একটি প্রতিশ্রুতি বাস্তবায়িত করে ফেলছে বিজেপি শিবির।
