আজকাল ওয়েবডেস্ক: টানা পাঁচদিন। দিল্লির দূষণে কোনও বদল হল না। বরং ধোঁয়াশা ঢাকা রাজধানীর ছবি রবিবারেও একইরকম। আগেই দিল্লিতে স্কুল বন্ধের ঘোষণা করা হয়েছিল। এবার সেই পথেই হাঁটল হরিয়ানা। লাগামছাড়া দূষণ পরিস্থিতিতে স্কুল বন্ধের ঘোষণা করল হরিয়ানা সরকার।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, চলতি সপ্তাহে দিল্লির সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, পঞ্চম শ্রেণি পর্যন্ত সমস্ত সরকারি, বেসরকারি স্কুলের ক্লাস বাতিল করা হচ্ছে। অনলাইনে ক্লাস চলবে। এবার হরিয়ানার শিক্ষা দপ্তরের তরফে ঘোষণা করা হয়েছে, রাজ্যে পঞ্চম শ্রেণি পর্যন্ত সমস্ত স্কুলের ক্লাস বাতিল থাকবে। দূষণ পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত অনলাইনে ক্লাস করানো হবে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ সকালে দিল্লিতে সার্বিকভাবে বাতাসের গুণগত মান অর্থাৎ একিউআই ছিল ৪২৮। যা 'গুরুতর' পর্যায়ের। যদিও শনিবারের তুলনায় সামান্য কম। রবিবার দূষণ পরিস্থিতির জেরে দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে তিনটি বিমান বাতিল ঘোষণা করা হয়েছে। শতাধিক বিমান দেরিতে ওঠানামা করছে। ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। দূষণে জর্জরিত দিল্লিতে শ্বাসকষ্টের সমস্যাতেও ভুগছেন বহু মানুষ।
