আজকাল ওয়েবডেস্ক: ১৬ বছর বয়সী এক নাবালিকার মৃত্যু ঘটেছে বাচ্চার জন্ম দিতে গিয়ে। মঙ্গলবার এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের চিত্তুর প্রদেশে।  

 

প্রসব বেদনা ওঠায় চিত্তুর হাসপাতালে আসেন ওই নাবালিকা। সেখানে তাঁর সিজার করা হয়। পরিস্থিতি জটিল হলে এরপর তাঁকে ট্রান্সফার করে দেওয়া হয় তিরুপতির রুইয়া হাসপাতালে। 

 

 

ঠিক কী ঘটেছিল? জানা গিয়েছে, জেডিপি হাইস্কুলের শিক্ষকেরা মেয়েটিকে প্রথম খেয়াল করেন গর্ভবতী রয়েছে বলে। এরপর তাঁর বাবা-মাকে জানানো হয়। বাড়িতে জটিলতা দেখা দিলে তাঁকে নিয়ে হাসপাতালে যাওয়া হয়। 

 

 

ওই নাবালিকার বাবা জানিয়েছেন, তাঁকে চিত্তুরের এক হাসপাতালে চেক-আপের জন্য নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁরা বিষয়টি নিয়ে জানতে পারেন। এই কর্মের সঙ্গে যাঁরা যুক্ত সেইসব সন্দেহভাজনদের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হবে বলেও এদিন জানিয়েছেন তিনি।