আজকাল ওয়েবডেস্ক: পরকীয়া সম্পর্কের জেরে একের পর এক খুনের ঘটনা৷ এবার নৃশংস জোড়া খুন মধ্য দিল্লিতে। রাম নগর এলাকায় এক হাড়হিম করা ঘটনা। জানা গিয়েছে, এক অন্তঃসত্ত্বা মহিলাকে প্রকাশ্য রাস্তায় কুপিয়ে খুন করল তাঁর প্রেমিক। পাল্টা মারে ওই মহিলার স্বামীর হাতে মৃত্যু হল অভিযুক্ত প্রেমিকেরও। এহেন চাঞ্চল্যকর ঘটনায় ভীত সন্ত্রস্ত এলাকা৷
পুলিশ জানিয়েছে, মৃত ওই যুবতীর নাম শালিনী (২২)। তিনি দুই কন্যাসন্তানের মা এবং গৃহবধূ ছিলেন। তাঁর স্বামী আকাশ (২৩) পেশায় এক জন রিকশা চালক। তিনিও গুরুতর জখম অবস্থায় বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। খবর অনুযায়ী, শালিনীর প্রেমিক আশু ওরফে শৈলেন্দ্র (৩৪) এলাকায় নামকরা অপরাধী বলে পরিচিত। শালিনীর সঙ্গে তার বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল।
পুলিশ সূত্রে খবর, আশুর দাবি ছিল, শালিনীর গর্ভের সন্তান তারই। সম্প্রতি শালিনী তাঁর স্বামীর সঙ্গে থাকার সিদ্ধান্ত নেওয়ায় আশু ক্ষুব্ধ হয়ে ওঠে। ঘটনাটি ঘটে গত কাল গভীর রাতে। শালিনী এবং আকাশ কুতুব রোড এলাকায় শালিনীর মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। অভিযোগ, সেই সময় আশু হঠাৎই সেখানে হাজির হয়। প্রথমে সে আকাশের উপর ছুরি নিয়ে হামলা চালায়, কিন্তু আকাশ সেই আঘাত এড়িয়ে যান। এর পর রিকশায় বসে থাকা শালিনীকে দেখতে পেয়ে আশু তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে এবং এলোপাথাড়ি কোপাতে থাকে। আকাশ স্ত্রীকে বাঁচাতে ছুটে এলে তাঁকেও কোপায় আশু। কিন্তু গুরুতর জখম হয়েও আকাশ পাল্টা প্রতিরোধ করতে থাকেন। এরপর তিনি আশুর হাত থেকে ছুরিটি কেড়ে নেন এবং তাঁকেই কুপিয়ে খুন করেন।
শালিনীর ভাই রোহিত তৎক্ষণাৎ শালিনী ও আকাশকে হাসপাতালে নিয়ে ছোটেন। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে পৌঁছে আশুকে ওই একই হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক শালিনী ও আশুকে মৃত বলে ঘোষণা করেন। ডিসিপি (সেন্ট্রাল) নিধিন বলসান এক বিবৃতিতে জানিয়েছেন, স্ত্রীকে বাঁচাতে গিয়ে আকাশ একাধিক বার আহত হয়েছেন।
এই ঘটনায় ইতিমধ্যেই গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার জেরে শালিনীর মা শীলা অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ খুন এবং খুনের চেষ্টার মামলা দায়ের করেছে। পরে মৃতদেহ দু’টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে স্থানীয় এক হাসপাতালে৷
শীলা পুলিশকে জানিয়েছেন, কয়েক বছর আগে আকাশ ও শালিনীর দাম্পত্য সম্পর্কে চিড় ধরে। সেই সময়েই আশুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন শালিনী। তাঁরা কিছু দিন একসঙ্গেই ছিলেন। তবে সম্প্রতি আকাশ ও শালিনীর মধ্যে মিটমাট হয়ে যায় এবং তাঁরা দুই সন্তানকে নিয়ে ফের সংসার শুরু করেন।
এই ঘটনাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে আশু। সে শালিনীর গর্ভের সন্তানকে নিজের বলে দাবি করত বলে পুলিশ জানিয়েছে। তবে সূত্রের খবর, শালিনী জোরের সঙ্গে দাবি করতেন যে ওই সন্তান আকাশের। আর তার জেরেই আশু দম্পতির উপর হামলার ছক কষে।
