আজকাল ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়ায় তরুণী জানিয়েছেন খুশির খবর। জানিয়েছেন গুগল থেকে বছরে ৬০ লক্ষ টাকার চাকরির অফার পেয়েছেন তিনি।তরুনীর এই পোস্টের পর, উচ্ছ্বাস নেটপাড়ায়। প্রশ্ন উঠছিল, কী পড়াশোনা করেছেন তিনি, যাতে এমন লোভনীয় চাকরি দিল খোদ গুগল।


তবে তাতে তরুনী যা জানিয়েছেন, তাতে অনেকেই অবাকও, কারণ এই তরুণী কোনও আইআইটি, আইআইএম থেকে পড়াশোনা করেননি, সাধারণ ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বি-টেক করেছেন। কিন্তু তাতে কীভাবে গুগল-এর মন জয় করে ফেললেন তিনি।

বিহারের ভাগলপুরের মেয়ে অলংকৃতা সাক্ষী। এবার সোশ্যাল মিডিয়ার একটা বড় অংশের নজর তাঁর দিকেই। সোশ্যালমিডিয়ায় তিনি জানিয়েছেন, গুগল-এ সিকিউরিটি অ্যানালিস্ট হিসেবে যোগ দিয়েছেন। তাঁর চলার পথে যাঁরা কখনও না  কখনও সাহায্য করেছেন, পাশে থেকেছেন তাঁদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন অলংকৃতা। বাবার চাকরির জন্য দীর্ঘদিন তিনি হাজারিবাগেই রয়েছেন।

জওহর নবোদয়ে পড়াশোনা করার পর, ইউনিভার্সিটি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন তিনি। কলেজে পড়াকালেই চাকরি আসে তাঁর ঝুলিতে। উইপ্রো-সহ একাধিক সংস্থায় ইতিমধ্যে কাজও করে ফেলেছেন তিনি। তবে স্বপ্ন ছিল গুগল-এ চাকরি করার। আর এবার পূরণ হয়েছে সেই স্বপ্নই। সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করার সঙ্গে সঙ্গেই  যেমন অনেকে শুভেচ্ছা জানিয়েছেন, তেমনই অনেকে জানতে চেয়েছেন পড়াশোনার বিস্তারিত বিবরণ।